অনর ৫০ প্রো এবং অনর ৫০ এস ই উভয় মোবাইলগুলো একটি জনপ্রিয় নাম। এদের গুণাগুণ এবং ফিচার দেওয়া হয়েছে দুর্দান্ত। মূল্যের তারতম্য থাকলেও এর ফিচার প্রায় একই রকম । মিড বাজেটের ফোন অনুযায়ী অসাধারণ ফিচার দেওয়া হয়েছে ফোন দুটিতে। চলুন তুলনা করা যাক মোবাইল ২ টির মধ্যে।
প্রথমেই আলোচনা করা যাক ডিসপ্লে সেকশন নিয়ে।
অনর ৫০ প্রোঃ এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ৬.৭২ ইঞ্চি বিশিষ্ট ও এল ই ডি ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন দেওয়া হয়েছে ১২৩৬X২৬৭৬ পিক্সেল। এর পি পি আই ডেনসিটি দেওয়া হয়েছে ৪৩৯। এছাড়া এর রিফ্রেশ রেট দেওয়া হয়েছে ১২০ হার্জ।
অনর ৫০ এস ইঃ উক্ত মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ৬.৭৮ ইঞ্চি বিশিষ্ট আই পি এস এল সি ডি ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন হয়েছে ১০৮০X২৩৮৮ পিক্সেল। এর পি পি আই ডেনসিটি দেওয়া হয়েছে ৩৮৭। এছাড়া এর রিফ্রেশ রেট দেওয়া হয়েছে ১২০ হার্জ।
এবার আলোচনা করা যাক মোবাইলগুলোর বডি নিয়ে।
অনর ৫০ প্রোঃ এই মোবাইলটির আয়তন হবে ১৬৩.৫X৭৪.৭X৮ মিলিমিটার এবং এর ওজন হবে মাত্র ১৮৭ গ্রাম।
অনর ৫০ এস ইঃ এই মোবাইলটির আয়তন হবে ১৬৪.৭X৭৫.৬X৮ মিলিমিটার এবং এর ওজন হবে মাত্র ১৯১ গ্রাম।
এবার আলোচনা করা যাক মোবাইলগুলোর হার্ডওয়্যার সেকশন নিয়ে।
অনর ৫০ প্রোঃ উক্ত মোবাইলটির সাথে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮ ৫ জি অক্টাকোর প্রসেসর। জি পি ইউ হবে অ্যাড্রিনো ৬৪২ এল। এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ফোন স্টোরেজ। এখানে আরো দেওয়া হয়েছে ৪,০০০ এম এ এইচ এর ব্যাটারি সাথে দেওয়া হয়েছে ১০০ ওয়াটের ফাস্ট চার্জ সিস্টেম, ওয়াই ফাই ৬, ব্লুটুথ ৫.২, ফেস আনলক, ফিঙ্গারপ্রিন্ট। ডুয়েল সিম ব্যবহার করা যাবে এই ফোনটিতে। অ্যান্ড্রোয়িড ভার্সন ১১ দেওয়া হয়েছে এই ফোনটিতে।
অনর ৫০ এস ইঃ এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ ৫জি প্রসেসর। জি পি ইউ হবে মালি- জি ৭৮ এম সি ৪। এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ৮ জিবি র্যাম ও ১২৮/২৫৬ জিবি ফোন স্টোরেজ। এখানে আরো দেওয়া হয়েছে ৪,০০০ এম এ এইচ এর ব্যাটারি, ওয়াই ফাই ৬, ব্লুটুথ ৫.১, ফিঙ্গারপ্রিন্ট, ৬৬ ওয়াটের ফাস্ট চার্জ, ডুয়েল সিম ব্যবহার করা যাবে এই ফোনটিতে। অ্যান্ড্রোয়িড ভার্সন ১১ দেওয়া হয়েছে এই ফোনটিতে।
এবার আলোচনা করা যাক ফোনগুলোর ক্যামেরা সেকশন নিয়ে।
অনর ৫০ প্রোঃ উক্ত মোবাইলটির সাথে দেওয়া হয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটাপ যার প্রাথমিক ক্যামেরাটি দেওয়া হয়েছে ১০৮ মেগাপিক্সেলের ওয়াইড, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ও ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সাথে দেওয়া হয়েছে একটি এল ই ডি ফ্ল্যাশ। এখানে ডুয়েল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে তার মধ্যে একটি হবে ৩২ মেগাপিক্সেলের ওয়াইড ও অপরটি হবে ১২ মেগাপিক্সেলের। উক্ত ক্যামেরাগুলোতে দেওয়া হয়েছে এইচ ডি আর, প্যানোরামা, পি ডি এ এফ এর সুবিধা। উভয় ক্যামেরাতেই ১০৮০ পি ৩০/৬০ এফ পি এস এর রেকর্ডিং করা যাবে।
অনর ৫০ এস ইঃ এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ যার প্রাথমিক ক্যামেরাটি দেওয়া হয়েছে ১০৮ মেগাপিক্সেলের ওয়াইড, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, ও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। সাথে দেওয়া হয়েছে একটি এল ই ডি ফ্ল্যাশ। এখানে ক্যামেরাটি দেওয়া হয়েছে ১৬ মেগাপিক্সেলের। উক্ত ক্যামেরাগুলোতে দেওয়া হয়েছে এইচ ডি আর, প্যানোরামা, পি ডি এ এফ এর সুবিধা। উভয় ক্যামেরাতেই ১০৮০ পি ৩০/৬০ এফ পি এস এর রেকর্ডিং করা যাবে।
এবার আলোচনা করা যাক মূল্য নিয়ে।
অনর ৫০ প্রোঃ এই মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৮,৪৫৭ টাকা।
অনর ৫০ এস ইঃ এই মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩১,৪২৫ টাকা।
এখানে ২ টি ফোনই উন্নত কনফিগারের। মূল্য বেশি করার কারণে অনর ৫০ প্রো মোবাইলটির ফিচার বেশি ভাল করা হয়েছে। আমার কাছে অনর ৫০ প্রো মোবাইলটিই বেশি ভাল লেগেছে এখানে।