তথ্যপ্রযুক্তিগত উন্নয়নের যুগে সাইবার আক্রমণের ধরন ও কৌশলেও পরিবর্তন আনছে হ্যাকাররা। তাই বর্তমানে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নিরাপদে থাকা অনেক বেশি কঠিন। অ্যাপ, ফাইল, লিংক এর পর এবার বিজ্ঞাপনের মাধ্যমে সেলফোনে ভাইরাস ছড়ানো হচ্ছে। খবর টাইমস অব ইন্ডিয়া।
গুগল অ্যাডসের মাধ্যমে ভাইরাস ছড়িয়ে দেয়া হচ্ছে। এরপর হ্যাকাররা ভুক্তভোগীর ডিভাইস থেকে সংবেদনশীল তথ্য হাতিয়ে নিচ্ছে। সাধারণত বর্তমানে কোনো ওয়েবসাইটে প্রবেশ করলেই বিজ্ঞাপন দেখা যায়। অনেক সময় নির্দিষ্ট সময় পার না হলে বিজ্ঞাপন এড়ানো যায় না। আর এ সুযোগকেই কাজে লাগাচ্ছে হ্যাকাররা। লিংকে ক্লিক করলে সেলফোনে একটি অ্যাপ ডাউনলোড হয়ে যাবে। আর এর সঙ্গে বাম্বলবি নামের নতুন একটি ম্যালওয়্যার ডিভাইসে প্রবেশ করছে। ব্যবহারকারীর ডিভাইসে ঢুকে তথ্য এবং ব্যাংক লেনদেনের তথ্য চুরি করাই এর কাজ।