মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের এক্সএস এবং এক্সএস ম্যাক্স আইফোনের পরবর্তী সংস্করণে তিনটি ক্যামেরা সেন্সর থাকবে। অ্যাপল বিশেষজ্ঞ মিং চাই কু এ তথ্য দিয়েছেন। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইন টু ফাইভ ম্যাকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, পরবর্তী প্রজন্মের আইফোনে তিন ক্যামেরা সেন্সর থাকবে। শুরুতে এটিকে গুজব বলা হলেও এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন মিং চাই।
প্রতিবেদন অনুযায়ী, আইফোনের পরবর্তী সংস্করণে প্রধান ক্যামেরা এবং টুএক্স ক্যামেরায় আল্ট্রা ওয়াইড ১২ মেগাপিক্সেল লেন্স যুক্ত করতে পারে অ্যাপল। যদিও অনেক অ্যান্ড্রয়েড ফোনে এরই মধ্যে আল্ট্রা ওয়াইড লেন্স ফিচার যুক্ত করা হয়েছে। তবে আইফোনে তৃতীয় একটি ক্যামেরা যুক্ত করে ফিচারটি আরো বেশি ব্যবহার উপযোগী করে তুলবে।
কারো দিকে তিনটি ক্যামেরা তাক করলে সন্দেহের চোখে দেখতে পারে। তাই এমন অস্বস্তি এড়াতে নতুন আইফোনে একটি বিশেষ কোটিং দিয়ে লেন্স তিনটি লুকানোর একটি ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন মিং চাই কু।
এমন একটি খবর অবশ্য কয়েক মাস আগেই জানিয়েছিল অনলিকস ও ডিজিট ওয়েবসাইট। অবশ্য সে সময় লেন্স ঢাকতে বিশেষ কোটিং দেয়ার কথা তারা উল্লেখ করেনি। তাদের প্রতিবেদনে বলা হয়েছিল, আইফোনের এক্সআরের পরবর্তী সংস্করণে একটি ক্যামেরার পরিবর্তে দুটি ক্যামেরাযুক্ত ফিচার থাকবে। টুএক্স ক্যামেরা যুক্ত করার কথাও তারা জানিয়েছিল।
আইফোনের সেলফি ক্যামেরাতেও বড় ধরনের পরিবর্তন আসার কথা জানিয়েছেন মিং চাই কু। বর্তমানে আইফোনে থাকা চার স্তরের সেন্সরের পরিবর্তে পাঁচ স্তরের গ্লাসযুক্ত সেন্সর থাকবে। এছাড়া ক্যামেরার রেজল্যুশন ৭ মেগাপিক্সেল থেকে ১২ মেগাপিক্সেল করা হবে। তিনটি মডেলেই নতুন ফিচারযুক্ত সেলফি ক্যামেরা থাকবে।