হুয়াওয়ের জন্য একের পর এক খারাপ খবর আসছে। সর্বশেষ মেমোরি কার্ডের স্ট্যান্ডার্ড নির্ধারণ করার প্রতিষ্ঠান এসডিএ অ্যাসোসিয়েশন হুয়াওয়ের সদস্যপদ বাতিল করেছে। এখন থেকে হুয়াওয়ে এসডি কার্ড ও মাইক্রোএসডি কার্ড তাদের ফোনে ব্যবহার করতে পারবে না।
হুয়াওয়েকে এসডি অ্যাসোসিয়েশনের সদস্য থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এসডি অ্যাসোসিয়েশন হচ্ছে বিশেষ বাণিজ্য সংস্থা, যারা এসডি ও মাইক্রোএসডি কার্ড ও যন্ত্রাংশের মান নিয়ে কাজ করে।
এতে হুয়াওয়ের ভবিষ্যৎ কোনো স্মার্টফোন বা ল্যাপটপে অফিশিয়ালভাবে কোনো এসডি ও মাইক্রোএসডি কার্ড লাগানোর অনুমতি থাকছে না। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ গুগলের এক প্রতিবেদনে এ কথা বলা হয়।
বর্তমানে বাজারে থাকা হুয়াওয়ের হার্ডওয়্যারগুলোয় মাইক্রোএসডি ও এসডি কার্ড কাজ করবে। তবে নিষেধাজ্ঞার ফলে তাদের ভবিষ্যৎ পণ্যগুলোয় আর এসডি কার্ডের স্ট্যান্ডার্ড অনুসরণ করতে পারবে না।
এছাড়াও, ওয়াইফাই অ্যালাইয়েন্সও হুয়াওয়ের সদস্যপদ বাতিল করেছে। বিভিন্ন ডিভাইসের ওয়াইফাই স্ট্যান্ডার্ড তৈরি করা বা নিয়ন্ত্রণ করার কাজ করে থাকে ওয়াইফাই অ্যালাইয়েন্স।