এমআই এ৩ ফোনের হাত ধরে বাংলাদেশে মিডরেঞ্জ বাজারে নিজেদের জমি শক্ত করতে চাইছে শাওমি। এমআই এ সিরিজের অধীনে গত কয়েক বছরে ভারতে একাধিক অ।অ্যান্ড্রয়েড ওয়ান স্মার্টফোন উন্মোচন করেছে বেজিং এর কোম্পানিটি । এই ফোনগুলিতে অ্য়ান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের উপরে শাওমি -র এমআইইউআই স্কিন এর পরিবর্তে স্টক অ্য়ান্ড্রয়েড অপারেটিং সিস্টেম দেখা যায়। এমআই এ১ ফোনের দুর্দান্ত সাফল্যের পরে গত বছর লঞ্চ হওয়া এমআই এ ২ ফোনও বেশ জনপ্রিয় হয়েছিল গোটা দেশে। মিডরেঞ্জের মধ্যে এমআই এ২ ফোনে সেরা ক্যামেরা থাকলেও এই ফোনে ছিল তুলনামুলক ছোট ৩,০০০ এমএএইচ ব্যাটারি। এছাড়াও সেই ফোনে ছিল না ৩.৫ মিমি হেডফোন জ্যাক আর কোন এক্সপ্যান্ডেবেল স্টোরেজ। সমরতি বাজারে এসেছে এই সিরিজের লেটেস্ট স্মার্টফোন এমআই এ৩। মিডরেঞ্জ সেগমেন্টে কতটা দাগ কাটতে পারবে এই ফোন? জানার জন্য এমআই এ৩ রিভিউ করলাম আমরা।
এমআই এ৩ ডিজাইন
এমআই এ৩ ফোনের সামনে ও পিছনে থাকছে গ্লাস ফিনিশ। ফোনের দুই দিকেই থাকছে কর্নিং গরিলা গ্লাস ৫ এর সুরক্ষা। ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ডিউড্রপ নচ। এই ফোনে ডিসপ্লের দুই পাশে পাতলা বেজেল থাকলেও উপরে ও নীচে থাকছে তুলনামুলক চওড়া বেজেল।
শাওমি এমআই এ৩ ফোনের চারপাশে থাকছে একটি প্লাস্টিক ফ্রেম। তিনটি রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। ফোনের উপরে রয়েছে একটি ৩.৫ মিমি অডিও জ্যাক একটি সেকেন্ডারি মাইক্রোফোন আর একটি আইআর ব্লাস্টার।
এমআই এ৩ ফোনের নোচে রয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট, দুটি স্পিকার গ্রিল। ফোনের ডান দিকে রয়েছে ভলিউম রকার আর পাওয়ার বাটন। বাঁ দিকে রয়েছে হাইব্রিড সিম ট্রে।
এমআই এ৩ স্পেসিফিকেশন ও সফটওয়্যার
এমআই এ৩ ফোনে স্টক অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে থাকবে ৬.০৮ ইঞ্চি এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে।ফোনের ভিতরে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৬৫ চিপসেট। সাথে থাকছে ৬জিবি র্যাম আর ১২৮জিবি পর্যন্ত স্টোরেজ। এমআই এ৩ ফোনে ইউএফএস ২.১ স্টোরেজ ব্যবহার করেছে শাওমি।
এমআই এ৩ ফোনের পিছনে ট্রিপল ক্যামেরায় থাকছে ৪৮মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে ৮মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা আর ২ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনের সামনে থাকছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা।
এমআই এ৩ ফোনে থাকছে একটি ৪,০৩০ এমএএইচ ব্যাটারি। সাথে থাকছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং। কানেক্টিভিটির জন্য এই ফোনে থাকছে এনএফসি, ৩.৫ মিমি অডিও জ্যাক, ইউএসবি টাইপ-সি পোর্ট, ব্লুটুথ ভি৫ ওয়াই-ফাই ৮০২.১১ এ/বি/জি/এন/এসি। এই ফোনে ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। থাকছে ফেস আনলক, গেম টার্বো ফিচার।
এমআই এ৩ পারফর্মেন্স ও ব্যাটারি লাইফ
রিভিউ করার সময় এমআই এ৩ ফোনে কোন রকম ল্যাগ পাইনি আমরা। রোজকার কাজ মসৃণভাবে করতে পেরেছে এই স্মার্টফোন। রিভিউ এর জন্য একটা ৬জিবি র্যাম ভেরিয়েন্ট ব্যবহার করেছি আমরা। এই ফোনের স্ন্যাপড্রাগন ৬৬৫ চিপসেটে মাল্টিটাস্কিং করতে কোন অসুবিধা হয়নি। কোন সমস্যা ছাড়াও সহজে যে কোন অ্যাপ লোড হয়েছে। এই ফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। যদিও ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি বেশ দ্রুত কাজ করবে।
আনতুতু বেঞ্চমার্কিং এ ১৪১,১৩২ পয়েন্ট পেয়েছে শাওমি এমআই এ৩। গিকবেঞ্চ সিঙ্গেল কোর ও মাল্টিকোরে এমআই এ৩ যথাক্রমে ১,৫০৪ আর ৫,৩৮৬ পয়েন্ট পেয়েছে।
পাবজি মোবাইল খেলার সময় এমআই এ৩ ফোন লো কোয়ালিটি বেছে নিয়েছে। এছারাও ফ্রেম রেট মিডিয়াম সেটিংস এ ছিল। ৩০ মিনিট এই গেম খেলার পরে ফোন সামান্য গরম হয়েছিল। এছাড়াও ৩০ মিনিট পাবজি মোবাইল খেলার পরে ১০ শতাংশ ব্যাটারি করেছিল এমআই এ৩ তে।
আমাদের এইচডি ভিডিও লুপ টেস্টে ১৬ ঘন্টা ২১ মিনিট চলেছে এমআই এ৩। রোজকার ব্যবহারে এই ফোনে প্রায় দেড় দিন ব্যাটারি ব্যাক আপ পাওয়া গিয়েছে। ফোনের সাথে দেওয়া ১০ ওয়াটের চার্জারে ৩০ মিনিটে এই ফোনের ব্যাটারি ২৭ শতাংশ চার্জ হয়েছে। যদিও একটি ১৮ ওয়াটের চার্জার কিনে নিলে জলদি চার্জ করে নেওয়া যাবে শাওমি এমআই এ৩।
এমআই এ৩ ক্যামেরা
২২,৯৯৯ টাকা দামের এই ফোনের ক্যামেরা দামের প্রতি যথেষ্ট সুবিচার করেছে। এমআই এ৩ ফোনের পিছনে রয়েছে ৪৮ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৫৮৬ প্রাইমারি সেন্সর। এর সাথে রয়েছে একটি ৮ মেগাপিক্সেল ১১৮ ডিগ্রি ফিল্ড অফ ভিউ এর আলট্রা ওয়াইড ক্যামেরা আর একটি ২ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। ওয়ানপ্লাস ৭ আর রেডমি কে২০ প্রো ফোনের প্রাইমারি ক্যামেরাতে একই সনি আইএমএক্স ৫৮৬ প্রাইমারি সেন্সর ব্যবহার হয়েছে।
রেডমি সিরিজের অন্যান্য স্মার্টফোনের সাথে এমআই এ৩ ফোনের ক্যামেরা ইন্টারফেসে খুব বেশী পার্থক্য নেই। থাকছে পোট্রেট, প্যানোরামা, নাইট আর প্রো মোড। এর সাথেই থাকছে ফটো ও ভিডিও মোড। এছাড়াও থাকছে একটি ৪৮ মেগাপিক্সেল মোড। এই মোডে ফুল রেসোলিউশন ছবি তোলা যাবে।
দিনের আলোতে খুব ভালো ছবি তোলে শাওমি এমআই এ৩। সাধারন ছবিতে ভালো ডিটেল পাওয়া গেলেও এমআই এ৩ ফোন এইচডিআর তোলার সময় সমস্যার সম্মুখীন হয়েছে। এছাড়াও ৮ মেগাপিক্সেল ক্যামেরায় ওয়াইড অ্যাঙ্গেল ছবি তোলা সম্ভব। তবে সেই ছবিতে প্রাইমারি সেন্সরের মতো ডিটেল পাওয়া যাবে না।
এমআই এ৩ ফোনে ম্যাক্রো ছবি তুলতে সমস্যার সম্মুখীন হয়েছি আমরা। ম্যাক্রো ছবি তোলার সময় ফোকাস করতে বেগ পেতে হয়েছে আমাদের। তবে ফোকাস হয়ে গেলে ভালো ছবি উঠেছে। সাবজেক্ট ও ব্যাকগ্রাউন্ডের মধ্যে ব্লাস তৈরী করেছে এই ফোনের ক্যামেরা।
ধৈর্য থাকলে এমআই এ৩ ফোনের ক্যামেরা দিয়ে কম আলোতে ভালো ছবি তোলা সম্ভব। কম আলোতে জলদি ফোকাস হলেও এই ক্যামেরায় ছবি উঠতে বেশ দেরি হয়েছে। এর ফলে অনেক ছবিতে মোশন ব্লাস দেখা গিয়েছে। তাই রাতে ছবি তোলার সময় হাত স্থির রাখা বাধ্যতামুলক। যদিও কম আলোতে হাত স্থির রেখে ছবি তুলতে পারলে ছবিতে ভালো ডিটেল ও কম নয়েজ পাওয়া যাবে। নাইট মোডে কম আলোতেও উজ্জ্বল ছবি তুলতে পারবে এই ফোনের ক্যামেরা।
এমআই এ৩ ফোনের সেলফি ক্যামেরাতেও ভালো ডিটেল পাওয়া যাবে। বিউটি মোডে ছবি সফট হবে। পোট্রেট মোডে থাকছে ভালো এজ ডিটেকশন। আম আলোতেও এই ফোনের ক্যামেরা উজ্জ্বল ছবি তুলতে পারবে।
এমআই এ৩ ফোনের পিছনের ক্যামেরা দিয়ে ৪কে আর সেলফি ক্যামেরা দিয়ে ১০৮০ পিক্সেল ভিডিও রেকর্ড করা যাবে। রিয়ার ক্যামেরায় ১০৮০ পিক্সেল মোডে স্টেবিলাইজেশন ব্যবহার করা যাবে।
মতামত
এমআই এ৩ ফোনে ৩.৫ মিমি অডিও জ্যাক আর আর মাইক্রো এসডি কার্ড স্লট ফিরিয়ে এনেছে শাওমি। যদিও ডিসপ্লে রেসোলিউশন এফএইচডি+ থেকে কমে এইচডি+ হয়েছে। শাওমি এমআই এ৩ ফোনের ভিতরে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৬৫ প্রসেসর। রোজকার কাজে বেশ সক্ষম এই প্রসেসর। দামের প্রতি যথেষ্ট সুবিচার করেছে এই স্মার্টফোন। ৪জিবি র্যাম + ৬৪জিবি স্টোরেজে এমআই এ৩ এর দাম ২২,৯৯৯ টাকা। ৬জিবি র্যাম + ১২৮জিবি স্টোরেজে এমআই এ৩ কিনতে ২৪,৯৯৯ টাকা খরচ হবে। নীল, সাদা ও ধূসর রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।
যদিও এমআই এ৩ ফোনের বেস ভেরিয়েন্টের থেকে ১,০০০ টাকা কম খরচে তুলনামুলক শক্তিশালী প্রসেসর স্ন্যাপড্রাগন ৬৭৫ সহ পাওয়া যাবে রেডমি নোট ৭ প্রো। তবে স্টক অ্যান্ড্রয়েড আপনার প্রথম প্রাধান্য হলে শাওমি এমআই এ৩ ফোন আপনার মন জয় করবে। অ্যান্ড্রয়েড ওয়ান প্রোগ্রামের অধীনে উন্মোচন হওয়ার কারনে এমআই এ৩ ফোনে নিয়মিত সফওয়্যার আপডেট পৌঁছে যাবে।