অপো সম্প্রতি দেশের বাজারে এনেছে নতুন স্মার্টফোন এ৯ ২০২০। ‘সেরা দামে সেরা র্যাম’ স্লোগানে বাজারে আনা মিডরেঞ্জের এ স্মার্টফোনটিতে থাকছে ৮ গিগাবাইট র্যাম এবং ১২৮ গিগাবাইট স্টোরেজ স্পেস। ফোনটিতে আছে ৬.৫ ইঞ্চি আইপিএস ডিসপ্লে। স্মার্টফোনটিতে থাকছে চারটি রিয়ার ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেল সেন্সরের একটি ফ্রন্ট ক্যামেরা।
চলুন, স্মার্টফোনটি বিস্তারিত রিভিউ দেখে নেওয়া যাক-
ডিসপ্লে
অপো এ৯ ২০২০ স্মার্টফোনটিতে থাকছে ৬.৫ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে যার রেজ্যুলেশন ৭২০ পিক্সেল বাই ১৬০০ পিক্সেল। পিপিআই ২৭০ পিক্সেল, স্ক্রিন টু বডি রেশিও ৮৯%। ডিসপ্লের সুরক্ষায় থাকছে গরিলা গ্লাস থ্রি। স্মার্টফোনটিতে ফুল এইচডি ডিসপ্লে ব্যবহার করা না হলেও এইচডি প্লাস ডিসপ্লে হওয়ায় দৈনন্দিন ব্যবহারে খুব একটা পার্থক্য করা যাবে না। এর ভিউইং অ্যাঙ্গেলও বেশ ওয়াইড। তাছাড়া সূর্যের আলোতেও ডিসপ্লে ব্যবহারে খুব একটা সমস্যা হবে না।
ডিজাইন
স্মার্টফোনটির ডিজাইন বেশ আকর্ষণীয়। মেটালিক বডির না হলেও এর গ্লসি লুক প্রথম দেখাতেই নজর কাড়বে। এর নিচের দিকে থাকছে একটি ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক, স্পিকার গ্রিল এবং ইউএসবি-সি পোর্ট। পেছনের দিকে আছে চারটি ক্যামেরা এবং ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। মেরিন গ্রিন এবং স্পেস পার্পল রঙে স্মার্টফোনটি বাজারে পাওয়া যাবে। দুটি সিম কার্ডের পাশাপাশি একটি মেমোরি কার্ডও একইসাথে ফোনটিতে ব্যবহার করা যাবে।
সিপিইউ ও পারফরমেন্স
এতে থাকছে ৮ গিগাবাইট র্যাম যা এই প্রাইস রেঞ্জে অনন্য। এছাড়া আছে ১২৮ গিগাবাইট স্টোরেজ ক্যাপাসিটি। সাধারণত এই দামের স্মার্টফোনে ইএমএমসি স্টোরেজ ব্যবহার করা হলেও এতে ব্যবহার করা হয়েছে উচ্চগতির ফ্ল্যাশ স্টোরেজ।
ফোনটিতে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬৫ অক্টাকোর প্রসেসর যার ক্লকস্পিড ২.০ গিগাহার্জ। এর সাথে জিপিইউ হিসেবে থাকছে অ্যাড্রেনো ৬১০। সবমিলিয়ে এর পারফরমেন্স বাজারে থাকা অন্যান্য স্মার্টফোনের থেকে বেশ এগিয়ে।
ফোনটি ব্যবহারে কোনো ল্যাগ চোখে পড়বে না। এর গেমিং পারফরমেন্সও বেশ ভালো। গেম খেলার জন্য এতে থাকছে ‘গেম বুস্ট’ নামক বিশেষ একটি ফিচার। হাইডেফিনেশন গেম খেলার সময় এতে ফ্রেম ড্রপও খুব একটা চোখে পড়বে না।
অপারেটিং সিস্টেম
এতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে কালার ওএস ৬.০.১ যা অ্যান্ড্রয়েড ৯ পাই ভিত্তিক। অপো নিয়মিতই কালার ওএস’র উন্নয়নের কাজ করছে। এরই অংশ হিসেবে কালার ওএসের সর্বশেষ এ সংস্করণে নতুন কিছু ফিচার যুক্ত করার পাশাপাশি আগের কিছু সীমাবদ্ধতাও দূর করেছে।
ক্যামেরা
আগেই বলেছি এতে থাকছে চারটি রিয়ার ক্যামেরা। এর মূল রিয়ার ক্যামেরাটি ৪৮ মেগাপিক্সেল যাতে ব্যবহার করা হয়েছে স্যামসাংয়ের জিএম ওয়ান সেন্সর। থাকছে এফ/১.৮ অ্যাপার্চারের লেন্স। এর সাথে আছে ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর যা ১৯০ ডিগ্রি পর্যন্ত ভিউয়ের ছবি তুলতে সক্ষম। এছাড়া আছে একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। সামনে থাকছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা যার অ্যাপার্চার এফ/২.০। ক্যামেরা ফিচারে থাকছে প্রচলিত সব ফিচারই। পর্যাপ্ত আলোতে এই ফোনের ক্যামেরায় তোলা ছবি মুগ্ধ করার মতো। ছবির ফোকাস, ডিটেইলস এবং ডায়নামিক রেঞ্জ ছিল ঠিকঠাক। এছাড়া এর ম্যাক্রো ক্যামেরায় তোলা ছবিও ছিল অসাধারণ। অল্প আলোতে এর রিয়ার ক্যামেরায় তোলা ছবি খুব বেশি ভালো না হলেও কাজ চালানোর মতো। তবে নাইট মোড চালু করে তোলা হলে আবার অল্প আলোতেও ভালো ছবি দিয়েছে অপো এন ২০২০। ফ্রন্ট ক্যামেরায় এইচডিআর মোড থাকায় এতেও বেশ ভালো ছবি পাওয়া গেছে। বিউটিফিকেশনের পাশাপাশি ফ্রন্ট ক্যামেরায় থাকছে পোর্টেট এবং প্যানারোমা মোড। এর রিয়ার ক্যামেরা ব্যবহার করে ৩০ এফপিএসে ৪কে ভিডিও ধারন করা যাবে।
ব্যাটারি
ফোনটিতে থাকছে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। সাধারণ ব্যবহারে একবার চার্জ দিলে অনায়াসেই ফোনটি দুইদিন ব্যবহার করা যাবে। তবে এতে ফাস্ট চার্জিং থাকছে না। ফুল চার্জ দিতে আড়াই ঘণ্টার একটু বেশি সময়ের প্রয়োজন হবে।
দাম
স্মার্টফোনটি দেশের বাজারে পাওয়া যাবে ২৪ হাজার ৯৯০ টাকায়। ফিচার বিবেচনায় এই দামে স্মার্টফোনটি অন্যান্য ফোনের থেকে বেশ এগিয়ে থাকবে।