অনেক দিন ধরেই ইন্টারনেটে স্যামসাং গ্যালাক্সী এ৯০ ফোনের স্পেসিফিকেশোন নিয়ে জল্পনা চলছে। সম্ভবত ৫জি ভেরিয়েন্টে আসতে চলেছে এই স্মার্টফোন। সম্প্রতি এক রিপোর্টে জানা গিয়েছে এই ফোনে থাকতে চলেছে স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট। ৫জি ভেরিয়েন্টে থাকতে পারে ৪৫ ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট।
অন্য এক রিপোর্টে জানা গিয়েছে গ্যালাক্সী আর সিরিজের অধীনে উন্মোচন হতে চলেছে স্যামসাং গ্যালাক্সী এ৯০ স্মার্টফোন। তবে এই ফোনে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট। সাথে ডিসপ্লের নীচে থাকতে পারে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। স্যামসাং গ্যালাক্সী এ৯০ ফোনের অন্যতম প্রধান আকর্ষণ ট্রিপল রিয়ার ক্যামেরা।
স্যামসাং গ্যালাক্সী এ৯০ ফোনের ট্রিপল রিয়ার ক্যামেরায় থাকবে একটি ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে একটি ৮ মেগাপিক্সেল ও একটি ৫ মেগাপিক্সেল সেন্সর। এই মডেলে থাকবে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং।
স্যামসাং গ্যালাক্সী এ৯০ ফোনের অন্য ভেরিয়েন্টেও থাকবে স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট। তবে এই ফোনে থাকবে একটি ৬.৭ ইঞ্চি ডিসপ্লে। ডিসপ্লের নীচে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তবে এই ভেরিয়েন্টে ৫জি কানেক্টিভিটি থাকছে না। এই ফোনে থাকছে পিছনে থাকছে ৪৮ মেগাপিক্সেল, একটি ১২ মেগাপিক্সেল ও একটি ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। রিপোর্টে জানা গিয়েছে এই ফোনের রিয়ার ক্যামের্য থাকছে টিল্ট ওআইএস প্রযুক্তি।