সারাবিশ্বে নোট ৭ সিরিজের ২ কোটি ফোন বিক্রি হয়েছে বলে জানিয়েছে শাওমির ভারতীয় কার্যক্রমের প্রধান মানু কুমার জৈন। দুই কোটির মাইলফলক স্পর্শ করতে রেডমির সময় লেগেছে সাত মাস।
শুধু ভারতেই সিরিজটির ৫০ মিলিয়ন ইউনিট বিক্রি হয়েছে। রেডমি ৭ বাজারে এসছিলো জানুয়ারিতে। এর ১ মাস পরে বাজারে আসে রেডমি নোট ৭ প্রো। দুটি ফোনেই আছে ৪৮ মেগাপিক্সেলের সেন্সর। ডিভাইসটিতে ৬ দশমিক ৩ ইঞ্চির ডট নচ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর ডিসপ্লে সুরক্ষায় ব্যবহূত হয়েছে করনিং গরিলা গ্লাস ৫।
শুধু মে মাসে এক কোটি ইউনিট ফোন বিক্রির সাফল্য উদযাপন করেন শাওমি। প্রথম প্রান্তিকের চেয়ে দ্বিতীয় প্রান্তিকে বেশি সাফল্য পায় রেডমি ৭ সিরিজ। চলতি বছরের প্রথম প্রান্তিকে বিশ্বব্যাপী ৪০ লাখ ইউনিট বিক্রি হয়েছে। দ্বিতীয় প্রান্তিকের এপ্রিল ও মে মাসে বিক্রি হয় ৬০ লাখ ইউনিট।