হুয়াওয়ে ফ্ল্যাগশিপ স্মার্টফোন হুয়াওয়ে মেট ৩০ প্রোর ক্যামেরা সম্প্রতি শীর্ষে উঠে এসেছে। হুয়াওয়ে মেট ৩০ প্রো ডিএক্সওর ক্যামেরা র্যাঙ্কিংয়ের স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি নোট১০ প্লাসকে ৪ পয়েন্টে হারিয়ে ১৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে । এদিকে গ্যালাক্সি নোট১০ প্লাসের পৃর্বে হুয়াওয়ের মেট ২০ প্রো এক বছরের বেশি সময় ধরে শীর্ষে অবস্থান করে।
ডিএক্সওর প্রকাশিত রিভিউয়ে মেট ৩০ প্রো ফ্ল্যাগশিপ স্মার্টফোনটির আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং ফোনের নাইট মোডের পরীক্ষা করা হয়েছে । পরীক্ষা নাইট মোড এবং এর জুম ক্যামেরা বেশ প্রশংসা পেয়েছে । তবে আল্ট্রাওয়াইড এঙ্গেল ক্যামেরা তুলনামূলকভাবে সংকীর্ণ জায়গার জন্য কিছুটা সমালোচিত হয়েছে ।
দ্রুত এবং নির্ভুল অটোফোকাস এবং ভিডিও স্থিতিশীলতার সাথে মেট ৩০ প্রো সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং স্কোর ১০০ পেয়েছে । সেলফি ক্যামেরা পিক্সেল৩ এর চেয়ে ৫ স্কোর বেশি করে ৯৩ পয়েন্ট নিয়ে শীর্ষ আছে হুয়াওয়ে মেট ৩০ প্রো স্মার্টফোনটি । স্টিল ইমেজ প্রসেসিংয়ে ব্যাপক উন্নতি হয়েছে এবং নতুন টুএফ সেন্সর আরও ভাল পোট্রেট মোডের অভিজ্ঞতা দিবে।
হুয়াওয়ের ক্যামেরা সিস্টেমে অল্প আলোতে ভালো ছবি, জুমিং সিস্টেমসহ বেশ কিছু আকর্ষণীয় ফিচার রয়েছে। হুয়াওয়ের মেট ৩০ প্রোর ক্যামেরা অন্য ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোর তুলনায় সুনাম কুড়িয়েছে। এর প্রধান ক্যামেরাটি ৪০ মেগাপিক্সেল সিনে ক্যামেরা। এছাড়া এর একটি ৮ মেগাপিক্সেল সেন্সর পেয়ার্ড ক্যামেরা ও আরেকটি ৩এক্স টেলিফটো ক্যামেরা রয়েছে। ফোনটির আকর্ষণীয় এ ক্যামেরা ফিচারের কারণে স্বাভাবিক ও অল্প আলোতেও দারুণ ছবি পাওয়া যায়।
অন্যান্য ব্র্যান্ডের স্মার্টফোনে যেখানে সর্বোচ্চ ৯৬০ এফপিএস স্লো মোশন ভিডিও রেকর্ড করা যায়, সেখানে মেট ৩০ প্রো ফোনে স্লো মোশন ভিডিও রেকর্ড করা যাবে ৭,৬৮০ এফপিএসে! অর্থাৎ সুপার স্লো মোশন ভিডিও ধারণে এর ধারের কাছেও নেই অন্য কোনো স্মার্টফোন। অন্যান্য ফ্ল্যাগশিপ ফোনগুলোর তুলনায় মেট ৩০ প্রো ফোনের স্লো মোশন ক্ষমতা ৮ গুণ বেশি। এটিকে ‘আল্ট্রা স্লো মোশন’ ফিচার হিসেবে অভিহিত করেছে হুয়াওয়ে।