অ্যাপল বিশ্লেষক মিং চি কু আগামী প্রজন্মের মিনি ডিসপ্লের আইপ্যাড ও ম্যাকবুক আনছে বলে জানিয়েছে।
আগামী বছরই ১০ বা ১২ ইঞ্চি ডিসপ্লের ১০ হাজারটি মিনি এলইডি লাইট আইপ্যাডটি বাজারে আনতে পারে গুগল। এর আগে ৬কে রেজুলেশনের মনিটর প্রো ডিসপ্লে এক্সডিআরে ব্যবহৃত হয় এই লাইট। এই মনিটরটিতে মোট ৫৭৬টি এলইডি লাইট ব্যবহার করা হয়েছিল।
অন্যদিকে ২০২১ সালের শেষের দিকে ১৫-১৭ ইঞ্চি ডিসপ্লের ম্যাকবুকটিও বাজারে আসতে পারে। এতেও থাকবে ১০ হাজারটি মিনি এলইডি লাইট।
আগামীতে ডিসপ্লেতে ওএলইডি ও মাইক্রো এলইডির পাশাপাশি মিনি এলইডি লাইটও ব্যবহার করা হবে। মানের দিক থেকে ওএলইডি ডিসপ্লে ভালো হলেও ছবি ও ভিডিও অনেক সময়ই জ্বলে (বার্ন ইন) যায়। কিন্তু এলইডি মিনির ডিসপ্লে ও ওএলইডি ডিসপ্লের মান একই হলেও এলইডি মিনির ডিসপ্লেতে জ্বলে (বার্ন ইন) যাওয়া সমস্যাটি দেখা যাবে না। আইপ্যাড ও ম্যাকবুকের জন্য অ্যাপল স্যামসাংয়ের পরিবর্তে এলজি থেকে সরবরাহ করবে।
ধারণা করা হচ্ছে, অ্যাপল ওএলইডি ডিসপ্লের জন্য স্যামসাংয়ের উপর নির্ভরশীলতা কমাতেই মিনি এলইডি লাইট ব্যবহার করতে যাচ্ছে।