জনপ্রিয় স্মার্টফোন কোম্পানি রিয়েলমি দ্রুত চার্জিং টেকনোলজির সাথে ফোন নিয়ে আসছে। এই ফোনটি রিয়েলমি এক্স২ প্রো নামে বাজারে আসবে। সম্প্রতি রিয়েলমি ইউরোপে রিয়েলমি এক্স২ প্রো এর একটি টিজার লঞ্চ করেছে। কোম্পানির তরফে এই ফোন সম্পর্কে যে তথ্য দেওয়া হয়েছে, তাতে পরিষ্কার যে রিয়েলমি এক্স২ প্রো প্রিমিয়াম রেঞ্জে লঞ্চ হবে। এই ফোনটি রেডমি কে ২০ সিরিজকে টেক্কা দিতে লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে।
রিপোর্ট অনুযায়ী স্ন্যাপড্রাগন ৮৫৫+ প্রসেসর এবং ৯ হার্টজ রিফ্রেশ রেট ডিসপ্লে ছাড়াও রিয়েলমি এক্স২ প্রো ফোনে ৫০ ওয়াট চার্জিং প্রযুক্তি ব্যবহার করা হবে। এখনো পর্যন্ত এটিই হলো বিশ্বের দ্বিতীয় দ্রুত চার্জিং প্রযুক্তি। এদিকে বিশ্বের সবচেয়ে দ্রুত ’65W SuperVOOC 2.0′ প্রযুক্তি সহ Oppo Reno Ace ফোনটিও খুব শীঘ্রই লঞ্চ হবে।
কোম্পানি দাবি করেছে এই টেকনোলজির মাধ্যমে ৪০০০ এমএএইচ ব্যাটারি ৩৫ মিনিটে ফুল চার্জ হয়ে যাবে। আবার ৫ মিনিটে ফোনটির ২৫ শতাংশ চার্জ করা যাবে। এই প্রযুক্তির জন্য কাস্টমাইজ এবং এডভান্স কম্পনেন্টস, ডিজাইন এবং ম্যানুফ্যাকচারিং প্রসেসের ব্যবহার করা হয়েছে।
এছাড়াও রিয়েলমি এক্স২ প্রো ফোনে ৮ জিবি পর্যন্ত র্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ দেওয়া হতে পারে। এই ফোনের অপারেটিং সিস্টেম হিসাবে থাকবে অ্যান্ড্রয়েড ৯ পাই বেসড কালারওএস ৬.১ । এই ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে। যার প্রাইমারি ক্যামেরা হবে ৬৪ মেগাপিক্সেল। রিয়েলমি এক্স২ প্রো ফোনে ২০এক্স হাইব্রিড জুম প্রযুক্তি ব্যবহার করা হবে। এই ফোনে ৬.৫৫ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে।