যুক্তি জায়ান্ট অ্যাপল তার ফ্ল্যাগশিপ আইফোনের নতুন মডেল ‘আইফোন ১১’র উৎপাদন ৮০ লাখ পিস (প্রায় ১০ শতাংশ) বাড়াতে সরবরাহকারীদের বলেছে। যা আইফোনের বাজার ঊর্ধ্বমুখী হওয়ার ঈঙ্গিত দিচ্ছে।
বিশ্বস্ত সূত্রের বরাতে প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে।
ওই সূত্র জানায়, এর আগে অ্যাপল তার আইফোনের সরবরাহ নিয়ে একেবারেই চুপ ছিলো, বিশেষ করে আইফোনের শেষ চারটি মডেলের বিষয়ে।
মূলত আইফোন ১১’র তূলনামূলক কমদামি নতুন মডেল দুটির কাটতিই বাজার ঊর্ধ্বমুখীতে প্রভাব ফেলেছে। একইসঙ্গে এক হাজার ৯৯ ডলারের আইফোন ১১ প্রো ম্যাক্স’র অর্ডার খানিকটা কমিয়েছে অ্যাপল।
গত ১০ সেপ্টেম্বর আইফোন ১১, আইফোন ১১ প্রো এবং আইফোন ১১ প্রো ম্যাক্স- তিনটি নতুন মডেল উন্মুক্ত করে অ্যাপল।