স্মার্টফোনের বাজারে নিজেদের অবস্থান জোরালো করতে পারেনি মটোরোলা। প্রথমদিকে ড্রয়েড নিয়ে কিছুটা সফলতা পেলেও পরে পিছনে পড়ে যায়। গত কয়েক বছর ধরে সস্তা ফোনের দিকে নজর দেয়ার পর, ২০২০ সালে ফ্ল্যাগশিপ ফোন নিয়ে পুনরায় বাজারে আসতে চাচ্ছে কোম্পানিটি। খবর অ্যান্ড্রয়েড পুলিশ।
গত দুই বছরে মটোরোলা ফ্ল্যাগশিপ বাজারে প্রতিযোগিতা করতে পারে এমন কোনো ফোন উন্মোচন করেনি। ২০১৮ সালে এক বছরের পুরাতন স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর নিয়ে উন্মোচন করে মটো জেড৩।
মটোরোলা আগামী বছরের প্রথমদিকে স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর নিয়ে প্রিমিয়াম স্মার্টফোন আনবে বলে ধারণা করা হচ্ছে। এতে ফাইভজি সমর্থন থাকবে এটা বলা চলে।