আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে প্রথম ফাইভজি ফোন উন্মোচন করতে পারে সনি। তবে শোনা যাচ্ছে, এক নয় একাধিক ফাইভজি ফোন উন্মোচন করবে কোম্পানিটি। এখন পর্যন্ত ফাঁস হওয়া তথ্যে জানা গেছে, সনি এক্সপেরিয়া ১.১, এক্সপেরিয়া ০ এবং এক্সপেরিয়া ৩ ডিভাইস উন্মোচন করতে পারে সনি।
এতে বিশেষ আকর্ষন ফোরকে এইচডিআর প্রযুক্তি থাকছে । থাকবে স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেট ও এক্স৫৫ ফাইভজি মডেম। ক্যামেরাতে থাকবে কোয়াড সেটআপ ও টিওএফ সেন্সর।
প্রধান ক্যামেরাটি ৪৮ অথবা ৬৪ মেগাপিক্সেলের হতে পারে, সাথে থাকবে দুইটি ১২ মেগাপিক্সেল সেন্সরের টেলিফটো ও আল্ট্রাওয়াইড ক্যামেরা।
দ্বিতীয় প্রিমিয়াম মডেলটি হতে পারে সনি এক্সপেরিয়া ৫ প্লাস। ফাইভজি ফোনের পাশাপাশি মিড-রেঞ্জের ফোনও উন্মোচন করতে পারে সনি।