আইকিউওও ৩ মডেলের নতুন স্মার্টফোন আনল চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠান ভিভো। আইকিউওও ৩ স্মার্টফোনটি আইকিউওও সিরিজের নতুন সংস্করণ। এই ফোনে ফ্ল্যাগশিপ সেগমেন্টের স্পেসিফিকেশন ছাড়াও গেমিংয়ের জন্য ফোনের পাশে থাকছে প্রেশার সেনসিটিভ বাটন। ফোনের ভিতরে রয়েছে স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেট ।
কেন আপনি আইকিউওও ৩ ফোনটি কিনবেন
১। স্ন্যাপড্রাগন ৮৬৫ অক্টা কোর প্রসেসর প্রসেসর আছে আইকিউওও ৩ ফোনে। সঙ্গে আছে ৭ ন্যানো প্রসেস। এলপিডিডিআর৫ সুপারফেস র্যাম যা দারুন। আর আছে ইউএফএস ৩.১ ফাস্ট স্টোরেজ । আইকিউওও ৩ -তে রয়েছে এইচডিআর ১০+ ডিসপ্লে, ১৮০হার্জেড টাচ রেসপন্স ।
২। বড় ব্যাটারি এবং ৫৫ ওয়াট ফাস্ট চারজিং আছে। মানে আপনি ৫০% চার্জ দিতে পারবেন মাত্র ১৫ মিনিটে ।
৩। দুয়াল ৫ জি কানেকশন সাপোর্ট আছে। তবে আপনি ৪ জি ভেরসন ফোন ও কিনতে পারবেন। যা একেবারে নতুন এবং আধুনিক ফিচার, সঙ্গে আছে ওয়াইফাই ৬ সমর্থন ।
৪। দারুন ক্যামেরা ফিচার। ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর আছে, অনেক গুন জুম আছে। মানে আপনি ছবি তোলার সময় অনেক গুন জুম করতে পারবেন ২০ এক্স জুম আছে ৭ ন্যানো মিটার যুক্ত প্রসেসর আছে এই ফোনে । আইকিও ৩ এর পিছনে চারটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় একটি ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকছে। সঙ্গে রয়েছে ১৩ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, ১৩ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও ২ মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা। এই সেলফি তোলার জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।