ওয়ানপ্লাস ৮ এবং ওয়ানপ্লাস ৮ প্রো ফোনগুলি ওয়ান প্লাস কোম্পানির নতুন ফোন। আগের বছর লঞ্চ হওয়া ওয়ান প্লাস ৭ এবং ওয়ান প্লাস ৭ প্রো ফোনগুলি বাজারে বেশ ভাল নাম করেছে। তাই এখন দেখার এই নতুন ওয়ান প্লাস ৮ এবং ওয়ান প্লাস ৮ প্রো ফোনগুলি কেমন চলে।
এখন করোনা ভাইরাস প্রকোপের মধ্যে সারা পৃথিবী রয়েছে। অনেকে আবার চিনদেশের ফোন বয়কটের ডাক দিয়েছেন। এমত অবস্থায় ওয়ান প্লাস কোম্পানির নতুন ফোনগুলি বাজারে কতটা নাম করতে পারবে সেটাই দেখার বিষয়।
ওয়ানপ্লাস ৮ সিরিজ মোবাইল ফোন গুলি অ্যামাজন অনলাইন স্টোরে বিক্রি হবে। ফোনতে আপনি ৮ জিবি এবং ১২ জিবি র্যাম ভার্সন পাবেন। ১২৮ জিবি এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভার্সন পাওয়া যাবে।
ওয়ানপ্লাস ৮ সিরিজ ফোনটিতে ভাল প্রসেসর আছে, এই ফোনে স্নাপড্রাগন ৮৬৫ আধুনিক প্রসেসর থাকবে, তারসঙ্গে থাকবে ভাল ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল সনি সেন্সর ক্যামেরা। ছবি খুব ভাল উঠবে।
ওয়ানপ্লাস ৮ এবং ওয়ানপ্লাস ৮ প্রো ফোনের প্রধান পার্থক্য