ক্তরাজ্য নভেল করোনাভাইরাস কন্ট্যাক্ট ট্রেসিং অ্যাপের পরীক্ষামূলক ব্যবহার শুরু করেছে। গত সোমবার দেশটির দক্ষিণ উপকূলের ছোট একটি দ্বীপে প্রথমবারের মতো এ অ্যাপের ব্যবহার শুরু করা হয়। খবর সিএনএন বিজনেস।
মোবাইল ডিভাইসে নভেল করোনাভাইরাস ট্রেসিং অ্যাপ থাকলে ব্যবহারকারী সংক্রমিত কোনো ব্যক্তির কাছাকাছি এলে সতর্ক করবে অ্যাপটি। ব্লুটুথ প্রযুক্তিনির্ভর এ অ্যাপ ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) ডিজিটাল প্রযুক্তি বিভাগ উন্নয়ন করেছে।
অ্যাপটির জন্য গুগল ও অ্যাপলের মডেল ব্যবহার করেনি যুক্তরাজ্য। অ্যাপল ও গুগলের মডেল অনুযায়ী ডাটা মজুদ এবং প্রসেসিংয়ের কাজটি গ্রাহকের ডিভাইসেই করা হবে। অন্যদিকে যুক্তরাজ্যের মডেলে এ কাজগুলো হবে কেন্দ্রীয় সার্ভারে।
যুক্তরাজ্য সরকারের দাবি, নীতিমালা মেনেই সব ডাটা এনক্রিপ্টেড ও গোপন থাকবে। পরীক্ষা সফল হলে চলতি মাসের শেষ দিকে পুরো দেশেই চালু করা হবে অ্যাপটি।
অক্সফোর্ড ইউনিভার্সিটির সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ ক্রিস্টোফার ফ্রেজার বলেন, বড় পরিসরে সংক্রমণ ঠেকাতে এ ধরনের অ্যাপ বেশ কার্যকর হতে পারে। যুক্তরাজ্যের এ অ্যাপ বানাতে সহায়তাও করেছেন তিনি।
প্রতিবেদন অনুযায়ী, এসএআরএস, এইচ১এন১ এবং ইবোলার মতো মহামারী নিয়েও বিস্তৃৃত গবেষণা করেছেন ফ্রেজার। মানুষকে যদি সতর্ক করা যায় যে তারা হয়তো ভাইরাস সংক্রমিতের সংস্পর্শে এসেছেন, তাহলে তারা সংক্রমণ ঠেকাতে পদক্ষেপ নিতে পারবেন।