ভিভো মিড বাজাটের বাজারে নিয়ে এসেছে ভিভো জেড৫এক্স (২০২০)। ফোনটিতে স্ন্যাপড্রাগণ ৭১২ প্রসেসর, ট্রিপল ক্যামেরা, পাঞ্চহোল ডিসপ্লে এবং ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
ভিভো জেড৫এক্স (২০২০) তে ৬.৫৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে। যার রেজুলেশন ১০৮০×২৩৪০ পিক্সেল এবং আসপেক্ট রেশিও ১৯.৫:৯। আবার এর স্ক্রিন টু বডি রেশিও ৯০.৭ শতাংশ।
ফোনটির পেছনে ট্রিপল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। মূল ক্যামেরাটি ১৬ (এফ/১.৮) মেগাপিক্সেলের ওয়াইড লেন্স, ৮ (এফ/২.২) মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স এবং ২ (এফ/২.৪) মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ব্যবহার করা হয়েছে। এর ক্যামেরা দিয়ে ১০৮০ পিক্সেল রেজুলেশনে ভিডিও রেকর্ড করা যাবে।
সেলফি তোলার জন্য ১৬ (এফ/২.০) মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এটি দিয়ে ১০৮০ পিক্সেলে ভিডিও করা যাবে।
প্রসেসর, র্যাম ও স্টোরেজের কথা বললে এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭১২ প্রসেসর, ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ আছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে।
ফোনটির অপারেটিং সিস্টেম হিসাবে আছে অ্যান্ড্রয়েড ৯ পাই বেসড ফানটাচ ওএস ৯। সিকিউরিটির জন্য এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। ফোনটি ১৮ ওয়াট ফাস্ট চার্জিং যুক্ত ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে। ফোনটি কালো, সাদা এবং নীল রঙে বাজারে পাওয়া যাবে।