স্মার্টফোনে ফাস্ট চার্জিং একটি জনপ্রিয় ফিচার। দিন কে দিন ফাস্ট চার্জিং টেকনোলজি আরও উন্নত হচ্ছে। বিশ্বের স্মার্টফোন বাজারগুলো ইতিমধ্যেই জানতে পেরেছে যে শাওমি ১২০ ওয়াটের চার্জার আনছে। তবে প্রত্যাশার চেয়ে আগেভাগেই আসতে পারে ডিভাইসটি। ইতিমধ্যে সফলভাবে সার্টিফায়েড হয়েছে চার্জারটির ডেভেলপমেন্ট।
চীনে থ্রিসি এজেন্সি শাওমির ১২০ ওয়াটের চার্জারের অনুমোদন দিয়েছে। যদিও লিস্টিংয়ে চার্জারটির বিস্তারিত না থাকলেও এডিওয়াই-ইডি মডেল হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে।
সর্বপ্রথম কোন ডিভাইসের সাথে চার্জারটি গ্রাহকের হাতে আসবে সেটিও এখন পর্যন্ত নিশ্চিত নয়। ইতিমধ্যে শাওমির নতুন ফ্ল্যাগশিপ ফোনগুলোর ঘোষণা দেয়া হয়েছে।
হতে পারে এমআই ম্যাক্সের পরবর্তী ডিভাইসে কিংবা মোবাইল ছাড়াই অন্য ডিভাইস যেমন এমআই নোটবুকের সাথেও আসতে পারে ডিভাইসটি।