স্যামসাংয়ের তৃতীয় ভাঁজযোগ্য ফোন গ্যালাক্সি ফোল্ড-২ অবমুক্ত হওয়ার কথা ছিল আগামী মাসের ৫ তারিখ। কিন্তু সেই সম্ভাবনা আপাতত নেই। এমনটাই জানান এক্সডিএ ডেভেলপারের ম্যাক্স উইনব্যাক।
তিনি বলেন, ডিভাইসটির সফটওয়্যার তৈরির কাজ এখনও পুরোপুরি সম্পন্ন হয়নি। ফলে বর্তমান পরিস্থিতিতে ফোনটি সেপ্টেম্বরেও আসবে কি না তা এখনই বলতে পারছে না উৎপাদক প্রতিষ্ঠান। এটি অক্টোবর নাগাদ আসতে পারে বলে জানা গেছে।
ইন্দো-এশীয় নিউজ সার্ভিস (আইএএনএস) জানায়, এদিকে গ্যালাক্সির সবচেয়ে আধুনিক নোট-২০ আলট্রা ফোনটিতে থাকছে ১০৮ মেগাপিক্সেলের তিন লেন্স বিশিষ্ট ব্যাক ক্যামেরা। এছাড়া ফোনটিতে থাকবে ৪৫০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট বিশিষ্ট বড় সাইজের স্ক্রিন।
গ্যালাক্সির নতুন ভাঁজযোগ্য ফোনটির দাম হতে পারে প্রায় দুই হাজার ডলার। তবে নির্মাতা প্রতিষ্ঠানটি এর একটি সাশ্রয়ী সংস্করণও আনার পরিকল্পনা করছে যার ইন্টারনাল স্টোরেজ হতে পারে ২৫৬ গিগাবাইট। বর্তমান স্যামসাংয়ের ভাঁজযোগ্য ফোনের মেমরি (এক্সটার্নাল) ৫১২ গিগাবাইট।