বড় বড় বহুজাতিক কোম্পানিগুলি লাভজনক ব্যবসার পাশাপাশি এখন পরিবেশের কথাও চিন্তা করছে। সম্প্রতি অ্যাপলও এই কারণে তাদের আইফোন ১২ সিরিজের বাক্স থেকে চার্জার অ্যাডাপ্টার সরিয়ে দিয়েছে। এবার কোরিয়ান কোম্পানি স্যামসাং পরিবেশের কথা ভেবে তাদের প্রোডাক্টের একটি ই-ক্যাটালগ লঞ্চ করতে চলেছে। কাগজের প্রিন্টের পরিবর্তে ই-ক্যাটালগ ব্যবহারের মধ্য দিয়ে গ্ৰাহকদের সুরক্ষা সুনিশ্চিত করতে চায় স্যামসাং। এছাড়া এর মাধ্যমে কার্বন ফুটপ্রিন্ট কমানোর কথাও তারা ভাবছে।
স্যামসাং এর এই ই-ক্যাটালগের মাধ্যমে গ্ৰাহকরা স্যামসাং এর তৈরি স্মার্টফোন, অ্যাকসেসরি, টেলিভিশন, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশনার, এয়ার পিউরিফায়ার, স্মার্ট ওভেন ও সাউন্ড ডিভাইস- এই সমস্ত কিছুই দেখতে পারবেন।
এই ক্যাটালগে প্রোডাক্টগুলির হাই কোয়ালিটি ছবির সঙ্গে সেগুলির ফিচার সুন্দর ভাবে উল্লেখ করা থাকবে। তার সঙ্গে আবার থাকবে প্রোডাক্টের আনবক্সিং ভিডিও। গ্ৰাহকরা প্রোডাক্ট শর্টলিস্ট করে বিভিন্ন মডেলের মধ্যে তুলনাও করতে পারবেন।
স্যামসাং জানিয়েছে তাদের সমস্ত ই-ক্যাটালগ মোবাইলেও দেখা যাবে। গ্ৰাহকরা চাইলে যেমন খুশি তেমন রেজোলিউশনে ক্যাটালগগুলি ডাউনলোডও করতে পারবেন।
স্যামসাং আরও জানিয়েছে, এই ই-ক্যাটালগ তাদের রিটেল পার্টনারদের গ্ৰাহকদের আরও ভালো পরিষেবা দিতে সাহায্য করবে। এর ফলে তারা ইমেল, হোয়াটসঅ্যাপ মেসেজ ও টেক্সটের মাধ্যমে প্রোডাক্ট বিষয়ক তথ্য সহজেই আদান-প্রদান করতে পারবে।