স্মার্টফোন দুনিয়া থেকে প্রায় ছিটকে যাওয়া নোকিয়া আবার ফিরে এসেছে এইচএচডি গ্লোবাল এর হাত ধরে। সাম্প্রতিক সময়ে অ্যান্ড্রয়েড ফোনের পাশাপাশি ফিচার ফোন ক্রেতাদের মন জয় করতে নোকিয়ার স্বর্ণযুগের ক্লাসিক ফোনগুলোর ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে নোকিয়ার বর্তমান মালিকানাধীন প্রতিষ্ঠান এইচএচডি গ্লোবাল। বিগত বছরগুলোতে Nokia 3310, Nokia 8110 4G, Nokia 5310 এবং Nokia 2720 Flip এর মতো আইকনিক ফোনগুলোকে নতুনরূপে বাজারে ছেড়েছে এইচএচডি গ্লোবাল। এরই ধারাবাহিকতায় এবার দুটি পুরোনো ক্লাসিক ফোন রিব্র্যান্ডিংয়ের পরিকিল্পনা করছে প্রতিষ্ঠানটি।
নোকিয়ার আপকামিং এই দুটি ফিচার ফোন হলো; নোকিয়া৬৩০০ এবং নোকিয়া ৮০০০ সিরিজ। নোকিয়া৬৩০০ ফোনটির সাথে দেশের অনেকেরই বিভিন্ন স্মৃতি জড়িয়ে থাকার কথা। নজরকাড়া ডিজাইন, স্টেইনলেস স্টিল বডি নিয়ে তখনকার বাজারে বেশ দাপিয়ে চলেছিলো ফোনটি। মিডরেঞ্জার ফোন হিসেবে মোটামুটি অবস্থাসম্পন্ন ও বিজনেস ইউজার সকলেরই পছন্দের তালিকায় প্রথমে ছিলো নোকিয়া৬৩০০। অন্যদিকে নোকিয়া ৮০০০ কোনো নির্দিষ্ট মডেল নয়, অতীতে এই সিরিজের অধীনে বেশ কয়েকটি ফোন বাজারে এনেছিল নোকিয়া। ওই ডিভাইজগুলোতে স্লাইডার ফর্ম ফ্যাক্টর এবং ধাতব কেসিংয়ের কারুকাজ ফিচার ছিল।
যদিও আইকনিক এই ফোনগুলোর পুনরুজ্জীবন সম্পর্কে এখনো পর্যন্ত কোনো অফিসিয়ালি কনফার্মেশন দেয়নি এইচএমডি গ্লাবল। তবে নোকিয়া সম্পর্কিত তথ্য সরবরাহকারী পোর্টাল Nokiamob.net এর প্রতিবেদনে বলা হয়েছে, নোকিয়া৬৩০০ এবং Nokia 8000 ফোনটি KaiOS অপারেটিং সিস্টেম এবং ৪জি কানেক্টিভিটির সাথে আবার বাজারে কামব্যাক করতে পারে। এই মডেলগুলো নতুন এবং রিফ্রেশড ডিজাইনসহ বাজারে আসতে পারে বলে মনে করা হচ্ছে।
নোকিয়া৬৩০০ ফোনটির স্পেসিফিকেশনের কথা বললে, এতে ২ ইঞ্চির ডিসপ্লে এবং ২ মেগাপিক্সেলের একটি ক্যামেরা ছিল। এই ফোনটিতে S40 OS অর্থাৎ সিরিজ ৪০ অপারেটিং সিস্টেম ছিল, যা ওই সময়ে বেশ চর্চার একটি বিষয় ছিল। আবার নোকিয়া ৮০০০ সিরিজের ডিভাইসগুলি সেরা কম্পোনেন্ট দিয়ে তৈরি করা হয়েছিল। ফলে, তৎকালীন সময়ে এই ফোনগুলোর সেরা বিল্ড কোয়ালিটি ছিল। এছাড়া সম্প্রতি নকিয়া তাদের ‘এক্সপ্রেস মিউজিক’ সিরিজের ফোন Nokia 5310 রিব্র্যান্ডিং করে বাজারে ছাড়ে। এই ফোনে এখনও রয়েছে ডেডিকেটেড মিউজিক কন্ট্রোল বাটন।