অন্যান্য চিপসেট নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মতো হুয়াওয়েও এখন তৈরি হচ্ছে পরবর্তী প্রজন্মের ৩ ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে চিপসেট বানানোর জন্য। আর এ নিয়েই সরগরম চীনা সোশ্যাল মিডিয়া সাইট ওয়েইবো। সম্প্রতি টেম নামের একজন টিপস্টার ইতিমধ্যে জানিয়েছেন, হুয়াওয়ের আসন্ন ৩ ন্যানোমিটার চিপসেটের নাম হতে চলেছে ‘কিরিন ৯০১০’। তবে ২০২১ সালেই যে এই চিপসেটের দেখা পাওয়া যাবে তেমন সম্ভাবনা নেই বললেই চলে।
ধারণা করা হচ্ছে, হুয়াওয়ে পি৪০’তে পাওয়া না গেলেও আগামী বছরের হুয়াওয়ে পি৫০ এর মাধ্যমে বাজারে পদার্পন করতে পারে কিরিন ৯০১০ চিপসেটটি। এদিকে তাইওয়ান ভিত্তিক সেমিকন্ডাক্টর প্রতিষ্ঠান টিএমএসসি জানিয়েছে, ২০২১ সালের দ্বিতীয়ার্ধ থেকে তারা ৩ ন্যানোমিটারে চিপসেট তৈরি করা শুরু করবে। জানা গিয়েছে, ৫ ন্যানোমিটার চিপসেটের তুলনায় ৩ ন্যানোমিটার চিপসেটে ট্রানজিস্টর এর ঘনত্ব প্রায় ৭০% বেড়ে যাবে। যার ফলে চিপসেট এর গতি বাড়বে এবং ব্যাটারি খরচ ও অনেকটাই কমবে।
বলা হচ্ছে, ৩ ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি প্রসেসর আগের তুলনায় ব্যাটারি ২৫-৩০% কম খরচ করবে এবং পারফরম্যান্স ও ১০-১৫% বৃদ্ধি পাবে। ৩ ন্যানোমিটার ছাড়াও টিএমএসসি ৪ ন্যানোমিটার ফ্যাব্রিকেশন নিয়ে কাজ করছে বলেও জানা গিয়েছে। তবে কোন কোন কোম্পানি তাদের প্রযুক্তি ব্যবহার করতে পারে সে সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
অন্যদিকে কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল যে, মার্কিন নিষেধাজ্ঞার চাপে পরে নিজেদের হাইসিলিকোন কিরিন চিপসেট উৎপাদনে বাধার সম্মুখীন হচ্ছে হুয়াওয়ে। যুক্তরাষ্ট্রে ব্যান হওয়ার প্রভাবে সংকট দেখা দিচ্ছিলো চিপসেট তৈরির কাঁচামাল আমদানি করতে। কিন্তু সময়ের সাথে সাথে সকল বাধা অতিক্রম করে ঘুরে দাঁড়াচ্ছে হুয়াওয়ে। গ্লোবাল মার্কেটে কিছুটা পিছিয়ে পড়লেও নিজ দেশ চীনের বাজারে এখনো শীর্ষ স্থান ধরে রেখে ডমিনেট করে যাচ্ছে হুয়াওয়ে।