বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড সিম্ফনি বাজারে নিয়ে এলো তাদের আরো একটি ফোন। ফোনটির নাম সিম্ফনি জেড৩০ (Symphony Z30)। ফোনটি ২০২০ সালের জুলাই মাসে রিলিজ হয়।
আসুন দেখে নিই কী কী ফিচার রয়েছে এই ফোনে।
ডিসপ্লে
সিম্ফনির এই ফোনে রয়েছে ৬.৫২ ইঞ্চির HD ডিসপ্লে।
অপারেটিং সিস্টেম
ফোনটি অ্যান্ড্রয়েড ১০ দ্বারা নিয়ন্ত্রিত।
সিপিইউ
ফোনটিতে রয়েছে ১.৮ গিগাহার্জ অক্টা-কোর প্রসেসর।
ভেরিয়েন্ট
ফোনটিতে রয়েছে ৩জিবি র্যাম। এছাড়াও, রয়েছে ৩২জিবি ইন্টারনাল স্টোরেজ। ফোনের মেমোরি ১২৮জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
সেলফি ক্যামেরা
ফোনটিতে রয়েছে ৮ মেগা-পিক্সেল এর সেলফি ক্যামেরা। সাথে থাকছে ফ্লাশের সুবিধা।
রিয়ার ক্যামেরা
ফোনটিতে থাকছে ২ মেগা-পিক্সেল (2MP)+ ১৩ মেগা-পিক্সেল (13MP)+ ৫ মেগা-পিক্সেল (5MP) এর ওয়াইড অ্যাঙ্গেল ট্রিপল রিয়ার ক্যামেরা। সাথে থাকছে স্লো-মোশন ভিডিও রেকর্ডিং ফিচার। এছাড়াও, রয়েছে নাইট মোডে ছবি তোলার সুবিধা।
সেন্সর
ফোনটিতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
নেটওয়ার্ক
সিম্ফনির এই ফোনটি মূলত ৪জি সাপোর্টেড। এছাড়াও, ফোনটি ২জি, ৩জি এবং ওয়াই-ফাই সাপোর্ট করে।
ব্যাটারি
ফোনটির সবচেয়ে শক্তিশালী দিক হচ্ছে এর অফুরন্ত ব্যাটারি লাইফ। ফোনটিতে রয়েছে ৫০০০ মিলি-অ্যাম্পায়ার (5000 mAh) এর রিমুভেবল লি-প্রো ব্যাটারি। এই ফোনে একবার ফুলচার্জ দিলে আনায়াসে ২/৩ দিন পর্যন্ত চালানো যাবে।
কালার
ইন্ডিগো ব্লু (Indigo blue) এবং অ্যামাজন গ্রীণ (Amazon Green) এই দুই রংয়ে পাওয়া যাবে ফোনটি।
বডি
ফোনটির ওজন ১৮৬ গ্রাম।
দাম
সিম্ফনি জেড৩০ (SYMPHONY Z30) এর দাম অফিসিয়ালি ৯,৭৯০ টাকা। অর্থাৎ প্রায় ৯,৮০০ টাকার কাছাকাছি। ফোনটি মূলত লো-বাজেটের ক্রেতাদের টার্গেট করেই তৈরি করা হয়েছে। ফোনটিতে রয়েছে ১ বছরের ওয়ারেন্টি।