চীনের বাজারে ২০২০ সালের চতুর্থ প্রান্তিকে অ্যাপল প্রায় এক কোটি ৮০ লাখ আইফোন-১২ বিক্রি করেছে। এ সংখ্যা দেশটিতে সব ব্র্যান্ডের মোট বিক্রি হওয়া ফোনের ২০ শতাংশেরও বেশি। এর মাধ্যমে চীনের বাজারে মার্কিন টেক জায়ান্টের প্রত্যাশার চেয়েও বেশি ফোন বিক্রি হয়েছে।
ডিজিটাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের চতুর্থ প্রান্তিকে চীনে আইফোন-১২ সিরিজের বিক্রি প্রত্যাশার চেয়ে বেশি ছিল। অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে আইফোন-১২ ফোনের শিপমেন্ট চীনের হ্যান্ডসেট বাজারে অ্যাপলের অংশীদারিত্ব ২০ শতাংশের ওপরে ঠেলে দিয়েছে এবং চীনা ব্র্যান্ডগুলোর সম্মিলিত শেয়ারকে প্রায় ৭৮ শতাংশের নিচে নামিয়ে দিয়েছে।
অ্যাপলের বাজার দখলের এ গতি আগামী ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। ফলে ২০২১ সালের প্রথম প্রান্তিকেও আইফোনের সরবরাহ আগের প্রান্তিকের সমপরিমাণ থাকতে পারে।
এর আগে ২০১৪ সালে আইফোন-৬-এর ক্ষেত্রে এমন প্রবণতা দেখা গিয়েছিল। বিশ্লেষণের ভিত্তিতে দেখা যায়, প্রি-অর্ডারের ক্ষেত্রে পূর্ববর্তী আইফোন-১১-এর চেয়ে আইফোন-১২ ফোনের অর্ডার দুই গুণেরও বেশি ছিল।