শাওমি তাদের এমআই সিরিজের আরো একটি নিউ ব্র্যান্ড ল্যাপটপ শাওমি এমআই নোট বুক ১৪ হরিজন এডিশন লঞ্চ করেছে। আজকের আর্টিকেলটিতে আমি আপনাদেরকে এই ল্যাপটপ সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো। জানাব এর ব্যাটারি, প্রসেসর, অপারেটিং সিস্টেম এবং আরো অন্যান্য আকর্ষণীয় সব ফিচার সম্পর্কে। তাই দেরি না করে চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের এই আর্টিকেলটি।
প্রথমে কথা বলি এই ল্যাপটপের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এর ওজন মাত্র ১.৩৫ কেজি। এর ডান সাইডে রয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট ২, ইউএসবি ৩.১ পোর্ট, এইচডিএমআই পোর্ট এবং একটি চার্জিং পোর্ট। এবং বাম সাইডে থাকছে ইউএসবি ২ এবং ৩.৫ এমএম হেডফোন জ্যাক। নিচের দিকে থাকছে ডুয়েল স্পিকার। এবারে কথা বলি এর ডিসপ্লে এর ব্যাপারে। এতে থাকছে ১৪ ইঞ্চির হরিজন ডিসপ্লে। ডিসপ্লে রেজুলেশন হলো ১০৮০*১৯২০ পিক্সেল এর। এর স্ক্রিন টু বডি রেশিও হল ৮১.২%। এবং এর এক্সপেক্ট রেশিও হল ১৬*৯%। এবারে কথা বলি এর পারফরম্যান্স নিয়ে। এতে থাকছে দুটি ভেরিয়েন্ট। একটি হলো ইন্টেল কোর আই ৫ এবং আরেকটি হলো ইন্টেল কোর আই ৭ প্রসেসর। এবং দুটি প্রসেসরই হল লেটেস্ট ১০ জেনারেশনের। সাথে থাকছে এন বিল্ট ২ জি বি এন বিডিআ জি ফোর্স এমএক্স ৩৫০ গ্রাফিক্স কার্ড। যার ফলে ক্যাজুয়াল গেমিং, ফটো এডিটিং এবং ভিডিও এডিটিং খুবই স্মুথলি করতে পারবেন। এর রেম এবং স্টোরেজের কথা বলতে গেলে এখানে থাকছে ৮ জিবি ডি ডি আর ৪ রেম এবং ৫১২ জি বি এস এস ডি। এরা সবাই জানেন এসএসডি, এইচডিডি এর তুলনায় ৩০ এক্স ফাস্টার। তাই এর পারফর্মেন্স এক কথায় খুবই ডিসেন্ট হবে। এখন কথা বলব এই ল্যাপটপের কুলিং সিস্টেম এর ব্যাপারে। এই ল্যাপটপের ভিতরে থাকছে একটি সিঙ্গেল ফ্যান। যার ফলে হিটিং ইসু খুব বেশি থাকছেনা। পাশাপাশি ক্রিস্টালস সাউন্ড এর জন্য থাকছে ডিটিএস অডিও সিস্টেম। শাওমি এই ল্যাপটপের যে ব্যাটারিটি রয়েছে তা হল ননস্টপ ৩০০০ হার্জ এর ব্যাটারি ব্যাকআপ। এর সাথে ৬৫ ওয়াটের একটি ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার দেওয়া রয়েছে। সর্বশেষে বলব শাওমি এমআই নোট বুক ১৪ হরিজন এডিশন এর দামের ব্যাপারে। তো এই ল্যাপটপটি আপনারা দুটি ভেরিয়েন্ট এ পাবেন। যেখানে কোর আই ৫ এর দাম রাখা হয়েছে ৬৫০০০ এবং কোর আই ৭ এর দাম রাখা হয়েছে ৭৫০০০ টাকার মতো।
তো বন্ধুরা শাওমির এই ল্যাপটপের প্রসেসর, অপারেটিং সিস্টেম, ব্যাটারি ব্যাকআপ এবং দাম শুনে আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। কেননা এটি মিড বাজেট এর মধ্যে অন্যতম একটি ল্যাপটপ। তাই যারা সাধ্যের মধ্যে ল্যাপটপ কিনতে চান তারা শাওমির ল্যাপটপটি কিনতেই পারেন।