গত সপ্তাহেই চীনা টেক জায়ান্ট শাওমি গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছে স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপসেটের সাথে তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন শাওমি এমআই ১১ । আগে গত ডিসেম্বরে চীনে রিলিজ হওয়ার পর বেশ ডিভাইজটি নিয়ে বেশ ভালো সারা পেয়েছিল শাওমি। শাওমি এমআই ১১ এর ব্যাপক সাফল্যের পর এবার এর সাক্সেসর শাওমি এমআই ১১ আল্ট্রা বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে কোম্পানি। লঞ্চের আগেই ইতোমধ্যে আপকামিং এই ফোনটির লিক ও রিউমার সামনে আসা শুরু হয়ে গিয়েছে অনলাইনে।
এরই ধারাবাহিকতায় সম্প্রতি ফাঁস হয়েছে শাওমি এমআই ১১ আল্ট্রা হ্যান্ডস-অন ছবি। লিক হওয়া ছবি দেখা যাচ্ছে ফোনটির ব্যাক-প্যানেল, যেখানে রয়েছে একটি বিশাল ক্যামেরা বাম্প। এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপে হাউজিং করা হয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৪৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং ৪৮ মেগাপিক্সেল পেরিস্কোপিক টেলিফটো জুম লেন্স ৯১২০এক্স জুম সাপোর্টেড)। এছাড়া বিশেষ চমক হিসেবে ফোনটির ব্যাক-সাইডে ক্যামেরার ক্যামেরা মডিউলের পাশে ছোট্ট একটি ডিসপ্লে দেওয়া হয়েছে।
সেকেন্ডারি এই ডিসপ্লেটি মূলত নোটিফিকেশন দেখা কিংবা কোনো অ্যাপ্লিকেশন খোলার কাজে ব্যবহৃত হবে। তাছাড়া ফোনটিতে আরও থাকছে ১২০ হার্জ রিফ্রেশ রেট সমৃদ্ধ WQHD+ রেজুলেশনের হোল-পাঞ্চ ওলেড ডিসপ্লে। আই ১১ আল্ট্রা এর ফ্রন্ট ক্যামেরা কাটআউটে থাকবে ২০ মেগাপিক্সেল সেলফি শুটার। অন্যদিকে ৫,০০০ এমএএইচ ব্যাটারির পাশাপাশি ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং, ৬৭ ওয়াট ফাস্ট ওয়্যারলেস চার্জিং সাপোর্টও থাকছে শাওমির আপকামিং আই ১১ আল্ট্রা’তে।