মটোরোলা মোবাইল সম্প্রতি কয়েকটি লো বাজেটের অসাধারণ ফোন নিয়ে এসেছে। দামে কম হলেও এই ফোনগুলো হয়েছে দুর্দান্ত। মটোরোলা এবার তার নতুন মোবাইল সংযোজন করতে চলেছে এই ফোনটি ও হবে লো বাজেটের এবং ফোনটি হল মটোরোলা মোটো ই ৭ পাওয়ার। উক্ত ফোনটির চলতি বছরেই লঞ্চ করা হবে কিন্তু কোন মাসের কত তারিখে লঞ্চ করা হবে তা এখন ও বলা হয়নি গোপন রাখা হয়েছে। চলুন দেখে আসা যাক এই মোবাইলটির স্পেসিফিকেশন।
চলুন আলোচনা করা যাক এই ফোনটির ডিসপ্লে নিয়েঃ
মটোরোলা মোটো ই ৭ পাওয়ার মোবাইলটির ডিসপ্লে দেওয়া হয়েছে ৬.৫ ইঞ্চি বিশিষ্ট আই পি এস এল সি ডি ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন হবে ৭২০X১৬০০ পিক্সেল।
এবার আলোচনা করা যাক এই মোবাইলটির ক্যামেরা সেকশন নিয়েঃ
উক্ত মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ডাবল রিয়ার ক্যামেরা যার প্রাথমিক ক্যামেরাটি হবে ১৩ মেগাপিক্সেল এর এবং অপরটি হবে ২ মেগাপিক্সেল এর ম্যাক্রো সেন্সর। সাথে থাকছে এল ই ডি ফ্ল্যাশ। এবং ফ্রন্ট ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে ৮ মেগাপিক্সেল এর একটি ক্যামেরা। প্রত্যেক ক্যামেরাতেই ভিডিও করা যাবে ১০৮০ পি ৩০ এফ পি এস। উক্ত ক্যামেরাগুলোতে আরো দেওয়া হয়েছে এইচ ডি আর, স্লো মোশন ভিডিও, টাইমলেপস ভিডিও, পোরট্রেইট মোড। এই মোশন গুলো দিয়ে অসাধারণ ভিডিও এডিটিং করা যাবে। টিকটক এর জন্য সহায়ক হবে এই মোড গুলো।
এবার আলোচনা করা যাক এই মোবাইলটির হার্ডওয়ার নিয়েঃ
মটোরোলা মোটো ই ৭ পাওয়ার মোবাইলটির চিপসেট দেওয়া হবে মিডিয়াটেক হেলিও পি ২২। সি পি ইউ থাকবে ২.৬ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর। জিপিইউ হবে আই এম জি পাওয়ার ভি আর জি ই ৮৩২০। এই মোবাইলটি ২ টি ভেরিয়েন্টে পাওয়া যাবে তার একটিতে দেওয়া হবে ২ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ এবং অপরটি হবে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ। এই মোবাইলটিতে দেওয়া হবে অ্যান্ড্রোয়িড ভার্সন ১০। এছাড়া এই ফোনে ডুয়েল সিম ব্যবহার করা যাবে এবং সিমগুলো হবে ন্যানো সিম। লাল এবং নীল রঙ এ পাওয়া যাবে এই ফোনটি। মটোরোলা মোটো ই ৭ পাওয়ার এ দেওয়া হবে ৫,০০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারি এবং ফাস্ট চার্জের জন্য দেওয়া হবে ১০ ওয়াটের ফাস্ট চার্জের সুবিধা। অসাধারণ ব্যাকআপ এই ব্যাটারিটি।
উক্ত ফোনটির সাথে আরো দেওয়া হবে ওয়াইফাই ৮০২.১১, ব্লুটুথ ৪.২, ইউ এস বি টাইপ সি ২.০ পোর্ট, ফেস আনলক,ফিঙ্গারপ্রিন্ট ইত্যাদি। ৪ জি বিশিষ্ট হবে এই ফোনটি।
এবার আলোচনা করা যাক এই মোবাইলটির মূল্য নিয়েঃ
মটোরোলা মোটো ই ৭ পাওয়ার মোবাইলটির প্রত্যাশিত মূল্য হবে ভারতীয় মূল্য অনুযায়ী ৭,৯৯৯ রুপী যার বাংলাদেশী মূল্য হবে ৯,৩৪৫ টাকা মাত্র।