অপো এবার লঞ্চ করতে যাচ্ছে অপো ফাইন্ড এক্স ৩ প্রো। আজকের আর্টিকেলটিতে আমি আলোচনা করব এই ফোনের যাবতীয় সব ফিচার সম্পর্কে। জানাবো এর ব্যাটারি, অপারেটিং সিস্টেম, ক্যামেরা এবং আরো অন্যান্য ফিচার সম্পর্কে। চলুন জেনে নেই অপো ফাইন্ড এক্স ৩ প্রো বিভিন্ন ফিচার ও দাম ?
নেটওয়ার্ক: এতে থাকছে জিএসএম, এইচ এস পি এ, এল টি ই, এবং ৫ জি এর সুবিধা।
বডি: এর বডি থিকনেশ হলো ৮মিলিমিটার। এবং ফোনটিতে থাকছে ডুয়াল সিম ব্যবহারের সুবিধা। এই ফোনের ওজন হবে ১৯০ গ্রামের মতো।
ডিসপ্লে: এতে রয়েছে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি সুপার অ্যামোলেড এইচ ডি আর ১০ডিসপ্লে। রিফ্রেশ রেট হচ্ছে ১২০ হার্জ। এর স্ক্রিন টু বডি রেশিও হল ৮৪.৫%। এর রেজুলেশন হল ১৪৪০*৩২১৬ পিক্সেল এর। এবং পিপিআই ডেনসিটি হিসেবে থাকছে৫২৬। এরঅ্যাসপেক্ট রেশিও হলো ২০:৯ ।
অপারেটিং সিস্টেম: এর অপারেটিং সিস্টেম হল অ্যান্ড্রয়েড১১। চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ যা ৫ ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করার একটি অক্টা কোর প্রসেসর। আর জিপিইউ হিসেবে থাকছে অ্যাড্রিনো ৬৬০।
মেমোরি: ফোনটি পাওয়া যাবে তিনটি ভেরিয়েন্ট এ।১২,২৫৬;১২,৫১২ এর মধ্যে।
ক্যামেরা: এর ব্যাক সাইডে রয়েছে ৫০ মেগাপিক্সেল এর একটি মেইন সেনসর ক্যামেরা,১৩ মেগাপিক্সেল এর একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা,৩ মেগাপিক্সেল এর একটি ম্যাক্রো সেনসর ক্যামেরা ।আর সেলফি ক্যামেরা হিসেবে আপনারা পাচ্ছেন ৩২মেগাপিক্সেল এর একটি ক্যামেরা।
সাউন্ড সিস্টেম: এতে লাউড স্পিকার এর পাশাপাশি আপনারা পেতে যাচ্ছেন ৩.৫৫ এমএম হেডফোন জ্যাক।
ব্যাটারি এবং চার্জার: এতে রয়েছে ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ার এর একটি নন রিমুভেবল ব্যাটারি। সঙ্গে থাকছে ৬৫ ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার।
কালার: ফোনটি পাওয়া যাবে মাত্র একটি কালার ভেরিয়েন্ট এ। এটা হলো কালো রঙের।
দাম: বাংলাদেশের বাজারে এই ফোনটির দাম হতে পারে ৯০০০০ টাকার মত।