চলতি বছর ২ হাজার ৬০ কোটি থেকে ২ হাজার ১৮০ কোটি ইউরো বিক্রয় রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে ফিনল্যান্ডভিত্তিক টেলিকমিউনিকেশন জায়ান্ট নকিয়া। পাশাপাশি তারা ২০২৩ সালে রাজস্বে আরো বেশি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে। খবর টেলিকমলিড।
গতকাল নকিয়া জানায়, চলতি বছর ৭ থেকে ১০ শতাংশ পরিচালন মার্জিন আয়ের লক্ষ্য রয়েছে তাদের। আর ২০২৩ সাল নাগাদ তা ১০ থেকে ১৩ শতাংশে উন্নীত করার আশা করছে তারা।
সম্প্রতি নকিয়া জানায়, পরিচালন ব্যয় কমানোর অংশ হিসেবে তারা প্রায় ১০ হাজার কর্মী ছাঁটাই করবে। সেই সঙ্গে গবেষণা ও উন্নয়নের দিকে আরো বেশি মনোযোগ দেবে তারা।
চলতি বছর কোম্পানিটির ক্যাপিটাল মার্কেটস ডে উপলক্ষে এক বিবৃতিতে নকিয়ার প্রেসিডেন্ট ও সিইও পেক্কা ল্যান্ডমার্ক জানান, ‘ব্যবসা পুনরায় গতিশীল করা, প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো ও বাজার অংশীদারিত্ব বৃদ্ধির জন্য আমাদের বিস্তারিত কর্মপরিকল্পনা রয়েছে। এ পরিকল্পনা ২০২৩ সাল নাগাদ আমাদের পরিচালন মার্জিন ১০ শতাংশের বেশি রাখতে সহায়ক হবে।’
পেক্কা আরো বলেন, ‘ফাইভজির বাজার বর্তমানে প্রাথমিক পর্যায়ে আছে। আমরা মনে করছি, ফোরজির চেয়ে ফাইভজির বাজার দ্বিগুণ স্থায়ী হবে।’
২০২২ সালে প্রযুক্তি খাতে নেতৃত্বস্থানীয় অবস্থানে আসার লক্ষ্য রয়েছে নকিয়ার। কার্যক্রমকে ডিজিটালাইজেশন করা, উদ্ভূত সুযোগগুলো কাজে লাগানো ও অটোমেশনের মাধ্যমে তারা প্রতিযোগিতামূলক বাজারে আরো গতিশীল অবস্থান তৈরি করতে পারবে বলে প্রত্যাশা করছে। এছাড়া নকিয়া উদ্যোক্তা পরিসরে নতুন ব্যবসায়িক রূপরেখা প্রণয়ন ও প্রাইভেট ওয়্যারলেস সিস্টেমের মাধ্যমে বাজারে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে।