গত প্রান্তিকে শাওমির মুনাফা বেড়েছে ৩৭ শতাংশ। হুয়াওয়ের বর্তমান অবস্থাকে কাজে লাগিয়ে বাজারে নিজেদের অবস্থান আরো সুসংহত করেছে চীনের শীর্ষস্থানীয় স্মার্টফোন নির্মাতা কোম্পানিটি। খবর ব্লুমবার্গ।
গত অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে শাওমির সমন্বিত নিট আয় হয়েছে ৩২০ কোটি ইউয়ান বা ৪৯ কোটি ১০ লাখ ডলার, যা বিশ্লেষকদের ২৮৯ কোটি ইউয়ান আয়ের পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে। হংকং শেয়ারবাজার থেকে প্রাপ্ত উপাত্তে আরো দেখা গেছে, কোম্পানির আয় ২৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৫ কোটি ডলার।
গত বছরের শেষ তিন মাসে শাওমির স্মার্টফোন রফতানি ৩২ শতাংশ বেড়েছে। মার্কিন নিষেধাজ্ঞায় চীনের প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ের রফতানি ৪০ শতাংশ কমায় এ সুযোগ গ্রহণ করেছে শাওমির মতো বিকল্প কোম্পানিগুলো। গত ডিসেম্বরের ছুটির মৌসুমে বিক্রি হওয়া প্রতি ১০টি স্মার্টফোনের একটি ছিল শাওমির। গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশন (আইডিসি) বলছে, বিক্রিতে অ্যাপল ও স্যামসাংয়ের পর পরই ছিল চীনা এ স্মার্টফোন নির্মাতা জায়ান্টটি।
এক বিবৃতিতে শাওমি জানায়, গত প্রান্তিকে চীনের স্মার্টফোন বাজারে শাওমির নিয়ন্ত্রণ ছিল ১৪ দশমিক ৬ শতাংশ। এর আগের বছরের একই প্রান্তিকে এ হার ছিল যেখানে ৯ দশমিক ২ শতাংশ।