বর্তমানের বহুল আলোচিত ফ্লিপ ল্যাপটপের নতুন ল্যাপটপ নিয়ে হাজির হচ্ছে ল্যাপটপ আসুস ভিভোবুক ফ্লিপ ১৪। এই ল্যাপটপটির তুলনামূলক মূল্য কম দেওয়া হয়েছে এবং গুণগত ভাল রেখেই তৈরি করা হয়েছে। এর বিল্ড কোয়ালিটি ও মনোমুগ্ধকর লুকিং নজর কাড়তে সক্ষম। চলুন মূল আলোচনায় যাওয়া যাক।
চলুন এবার আলোচনা করা যাক এই ল্যাপটপটির স্পেসিফিকেশন নিয়েঃ
ল্যাপটপ আসুস ভিভোবুক ফ্লিপ ১৪ ল্যাপটপে দেওয়া হয়েছে ১৪ ইঞ্চি বিশিষ্ট ফুল এইচ ডি ডিসপ্লে। এই ল্যাপটপটির ওজন দেওয়া হয়েছে মাত্র ১.৫০ কেজি এবং এর আয়তন হবে ৩২.৪০X২২.০X১.৮২ সেন্টিমিটার। উক্ত ল্যাপটপটির ডিসপ্লেতে ব্যাকলাইট ও দেওয়া হয়েছে। এই ল্যাপটপটিতে দেওয়া হয়েছে এ এম ডি রাইজেন ৫ ৫৫০০ ইউ প্রসেসর এবং র্যাম হবে ৮ জিবি। এছাড়া এর জি পি ইউ দেওয়া হয়েছে এ এম ডি রেডিয়ন। এই ল্যাপটপটির হার্ড ডিস্ক দেওয়া হয়েছে ৫১২ জিবি এস এস ডি। উক্ত ল্যাপটপটির ক্লক স্পিড দেওয়া হয়েছে ২.১ গিগাহার্জ। এছাড়া এই ল্যাপটপটির দেওয়া হয়েছে ওয়াইফাই ৬, ব্লুটুথ ৫.০, ২.০ পোর্ট, হেডফোন জ্যাক ৩.৫ মিলিমিটার, ইউ এস বি টাইপ এ পোর্ট ৩.২। এখানে অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে উইন্ডোজ ১০। ল্যাপটপ আসুস ভিভোবুক ফ্লিপ ১৪ ল্যাপটপে দেওয়া হয়েছে ৩ সেল এর ৪২ ডব্লিউ এইচ আর এর ব্যাটারি যার ব্যাকআপ দিবে অতুলনীয়। ল্যাপটপ আসুস ভিভোবুক ফ্লিপ ১৪ ল্যাপটপটিতে ভিডিও কলের জন্য দেওয়া হয়েছে ৭২০ পিক্সেল এর একটি দুর্দান্ত ওয়েব ক্যামেরা। এছাড়া আরো দেওয়া হয়েছে অসাধারণ স্পীকার। অন্ধকারে সুষ্ঠভাবে কাজ করার জন্য দেওয়া হয়েছে কিবোর্ড ব্যাকলাইট। শুধুমাত্র কালো রঙ এ পাওয়া যাবে এই ল্যাপটপটি। নিয়মিত ব্যবহার এর জন্য তৈরি করা হয়েছে এই ল্যাপটপটি। আপনি যদি নিয়মিত ব্যবহারের জন্য এই বাজেটের মধ্যে কোন ল্যাপটপ খুজে থাকেন তাহলে এটি হবে আপনার জন্য সেরা ল্যাপটপ।
ল্যাপটপ আসুস ভিভোবুক ফ্লিপ ১৪ এর মূল্যঃ
এই ল্যাপটপটির মূল্য নির্ধারণ করা হয়েছে ভারতের মূল্য ৫৯,৯৯০ রুপী যার বাংলাদেশী মূল্য হবে ৬৯,৩৮০ টাকা।