অ্যাপল তাদের আরও একটি নিউ ব্র্যান্ডের ল্যাপটপ বাজারে এনেছে। অ্যাপল এর এই নতুন ল্যাপটপ টির নাম হল ম্যাকবুক এয়ার এম ১। আজকে আমি আপনাদের জানাবো এই ল্যাপটপের যাবতীয় সব ফিচার সম্পর্কে।তাই দেরি না করে চলুন শুরু করি আজকের এই আর্টিকেলটি।
চলুন জেনে নেয়া যাক এই ল্যাপটপের সকল স্পেসিফিকেশন:
অ্যাপল এর এই ল্যাপটপের অপারেটিং সিস্টেম হিসেবে ম্যাক অপারেটিং সিস্টেম ।এতে প্রসেসর হিসেবে থাকছে ইন্টেল কোর ৭ ।এবং এতে গ্রাফিক্স হিসেবে থাকছে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স। এতে থাকছে ১৩.৩ ইঞ্চির একটি ডায়াগোনাল ডিসপ্লে যার রেজুলেশন হলো ২০৪৮*১২৮০ মেগাপিক্সেল। মেমোরি হিসেবে এই ল্যাপটপে থাকছে ৮ জিবি রেম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। এখানে কোন অ্যাডিশনাল অফিস সফটওয়্যার থাকবে না। এখানে ৩ সেলের সাথে থাকছে ৪৯.৯ ডব্লিউ এইস লিথিয়াম আয়ন প্রিজমেটিক ব্যাটারি । এবং এখানে ৪৫ মিনিটের মধ্যে ৫০% চার্জ ব্যাকআপ পাওয়ার আশা করা যাচ্ছে। এই ল্যাপটপের কালার হিসেবে থাকছেন ন্যাচারাল সিলভার কালার । এখানে থাকছে ফুল সাইজ কিবোর্ড , কোথায় থাকছে ন্যাচারাল সিলভার কিবোর্ড উইথ ন্যাচারাল কিপ্যাড। এখানে ওয়েবক্যাম হিসেবে থাকছে ৭২০ পি ফেস্ টাইম এইচডি ক্যামেরা । এখানে থাকছে ৩০ ওয়াটের এসি পাওয়ার এডাপ্টার । ল্যাপটপের বডি ডাইমেনশন হল ১১.৯৭*৮.৩৬*০.৬৩ইঞ্চি। এই ল্যাপটপের ওজন হবে ২.৮ পাউন্ড ।
সবশেষে কথা বলি ফোনটির দাম এর বিষয়ে: এই ল্যাপটপটির মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশি টাকায় ১০৯০০০ টাকা।