ওয়ানপ্লাস ৬ এবং মটোরোলা ডেফাই (২০২১) উভয় মোবাইলগুলো একটি জনপ্রিয় নাম। আলাদা আলাদা ফিচারে সাজানো হয়েছে ফোনগুলো। মূল্যের তারতম্য থাকার কারণে এর ফিচার আলাদা দেওয়া হয়েছে। চলুন তুলনা করা যাক মোবাইল ২ টির মধ্যে।
প্রথমেই আলোচনা করা যাক ডিসপ্লে সেকশন নিয়ে।
ওয়ানপ্লাস ৬ঃ এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ৬.২৮ ইঞ্চি বিশিষ্ট অ্যামোল্ড ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন দেওয়া হয়েছে ১০৮০X২২৮০ পিক্সেল। কর্নিং গরিলা গ্লাস ৫ এর নিরাপত্তা দেওয়া হয়েছে এই ফোনটিতে।
মটোরোলা ডেফাই (২০২১)ঃ উক্ত মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ৬.৫ ইঞ্চি বিশিষ্ট আই পি এস এল সি ডি ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন হয়েছে ৭২০০X১৬০০ পিক্সেল। এছাড়া এর পি পি আই ডেনসিটি দেওয়া হয়েছে ২৭০। গরিলা গ্লাস ভিক্টাস এর নিরাপত্তা দেওয়া হয়েছে এই ফোনটিতে।
এবার আলোচনা করা যাক মোবাইলগুলোর বডি নিয়ে।
ওয়ানপ্লাস ৬ঃ এই মোবাইলটির আয়তন হবে ১৫৫.৭X৭৫.৩৫X৭.৫ মিলিমিটার এবং এর ওজন হবে মাত্র ১৭৭ গ্রাম।
মটোরোলা ডেফাই (২০২১)ঃ এই মোবাইলটির আয়তন হবে ১৬৯.৮X৭৮.২X১০.৯ মিলিমিটার এবং এর ওজন হবে মাত্র ২৩২ গ্রাম।
এবার আলোচনা করা যাক মোবাইলগুলোর হার্ডওয়্যার সেকশন নিয়ে।
ওয়ানপ্লাস ৬ঃ উক্ত মোবাইলটির সাথে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ অক্টাকোর প্রসেসর। জি পি ইউ হবে অ্যাড্রিনো ৬৩০। এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ৬ জিবি র্যাম ও ৬৪ জিবি ফোন স্টোরেজ। এখানে আরো দেওয়া হয়েছে ৩,৩০০ এম এ এইচ এর ব্যাটারি, ওয়াই ফাই ৬, ব্লুটুথ ৫.০, ফেস আনলক, জলপ্রতিরোধী ক্ষমতা। ডুয়েল সিম ব্যবহার করা যাবে এই ফোনটিতে। অ্যান্ড্রোয়িড ভার্সন ৮.১ (অরিও) দেওয়া হয়েছে এই ফোনটিতে।
মটোরোলা ডেফাই (২০২১)ঃ এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬২। জি পি ইউ হবে অ্যাড্রিনো ৬১০। এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ফোন স্টোরেজ এছাড়া অতিরিক্তভাবে ৫১২ জিবি স্টোরেজ ব্যাবহার করা যাবে এখানে। এখানে আরো দেওয়া হয়েছে ৫,০০০ এম এ এইচ এর ব্যাটারি, ওয়াই ফাই ৬, ব্লুটুথ ৫.০, ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক, ২০ ওয়াটের টার্বো ফাস্ট চার্জ, জল ও ধূলা প্রতিরোধী ক্ষমতা, ডুয়েল সিম ব্যবহার করা যাবে এই ফোনটিতে। অ্যান্ড্রোয়িড ভার্সন ১০ দেওয়া হয়েছে এই ফোনটিতে।
এবার আলোচনা করা যাক ফোনগুলোর ক্যামেরা সেকশন নিয়ে।
ওয়ানপ্লাস ৬ঃ উক্ত মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটাপ যার প্রাথমিক ক্যামেরাটি দেওয়া হয়েছে ১৬ মেগাপিক্সেলের ও অপরটি দেওয়া হয়েছে ২০ মেগাপিক্সেলের। সাথে দেওয়া হয়েছে একটি এল ই ডি ফ্ল্যাশ। এখানে ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে ১৬ মেগাপিক্সেলের। উক্ত ক্যামেরাগুলোতে দেওয়া হয়েছে এইচ ডি আর, ৪ কে ভিডিও রেকর্ডিং, ও আই এস, গাইরো ই আই এস এর সুবিধা।
মটোরোলা ডেফাই (২০২১)ঃ এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ যার প্রাথমিক ক্যামেরাটি দেওয়া হয়েছে ৪৮ মেগাপিক্সেলের ওয়াইড, ২ মেগাপিক্সেলের ডেপথ, ও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। সাথে দেওয়া হয়েছে একটি এল ই ডি ফ্ল্যাশ। এখানে ক্যামেরাটি দেওয়া হয়েছে ৮ মেগাপিক্সেলের। উক্ত ক্যামেরাগুলোতে দেওয়া হয়েছে এইচ ডি আর,প্যানোরামা, পোরট্রেইট মোড ক্যামেরা এর সুবিধা। উভয় ক্যামেরাতেই ১০৮০ পি ৩০এফ পি এস এর রেকর্ডিং করা যাবে।
এবার আলোচনা করা যাক মূল্য নিয়ে।
ওয়ানপ্লাস ৬ঃ এই মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৯,৭১০ টাকা।
মটোরোলা ডেফাই (২০২১)ঃ এই মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩২,৯৮৮ টাকা।
এখানে ২ টি ফোনই উন্নত কনফিগারের। প্রত্যেকটি ফোন থেকেই আলাদা আলাদাভাবে অন্যরকম বাড়তি সুবিধা পাওয়া যাবে। তবে আমার ব্যক্তিগতভাবে মটোরোলা ডেফাই (২০২১) ফোনটিই বেশি ভাল লেগেছে।