সাশ্রয়ী মূল্যের নতুন স্মার্টফোন নিয়ে এসেছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান জিটিই। তবে বর্তমানে ফোনটি শুধু রাশিয়াতে উন্মুক্ত করা হয়েছে। জিটিই ব্লেড এ৩১ নামে এটি পাওয়া যাবে।
জিটিই ব্লেড এ৩১-এ অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ১১ (গো এডিশন) প্রদান করা হয়েছে। এতে ৫ দশমিক ৪৫ ইঞ্চির এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে রয়েছে। যার স্ক্রিন রেজল্যুশন ৭২০✕১৪৪০ পিক্সেল এবং আসপেক্ট রেশিও ১৮:৯। ডিসপ্লের ওপরে ও নিচে কালো রঙে মোটা বেজেল রয়েছে।
ফোনে ইউনিসক এসসি৯৮৬৩এ অক্টা-কোর সক প্রসেসরের সঙ্গে ২ জিবি র্যাম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ প্রদান করা হয়েছে। মাইক্রো এসডি কার্ড ব্যবহারের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ বৃদ্ধি করা যাবে।
স্মার্টফোনের পেছনে ডানপাশে ৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা প্রদান করা হয়েছে। এ ক্যামেরায় এইচডিআর ফিচার রয়েছে। যার মাধ্যমে ভালো কোয়ালিটির ছবি তোলা যাবে বলে দাবি প্রতিষ্ঠানটির। ক্যামেরাটি একটি আয়তক্ষেত্রাকার বক্সের মধ্যে স্থাপন করা হয়েছে। যার সঙ্গে এলইডি ফ্ল্যাশ লাইটও রয়েছে। ফোনের সম্মুখে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৫ মেগাপিক্সেলের ক্যামেরা দেয়া হয়েছে।
কানেক্টিভিটির দিক থেকে জিটিই ব্লেড এ৩১-এ একটি মাইক্রো ইউএসবি পোর্ট, এনএফসি, ডুয়াল ন্যানো সিম কার্ড স্লট, জিপিএস, ফোরজি এলটিই, ব্লুটুথ ভার্সন ৪.২, ২.৪ গিগাহার্টজ ওয়াইফাইসহ আরো ফিচার রয়েছে। স্মার্টফোনটিতে ৩ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি দেয়া হয়েছে।
বাজারে ব্লু ও গ্রে—এ দুটি রঙে স্মার্টফোনটি পাওয়া যাবে। তবে বৈশ্বিকভাবে কবে নাগাদ এ স্মার্টফোন বাজারজাত শুরু হবে, সে ব্যাপারে প্রতিষ্ঠান সূত্রে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। ২/৩২ জিবি ভ্যারিয়েন্টের দাম সাড়ে ৮ হাজার থেকে ১৪ হাজার টাকার মধ্যে হতে পারে।