অবশেষে নিজেদের নতুন স্মার্টফোন পিক্সেল ৫এ ৫জি উন্মোচন করেছে গুগল। এ মাসেই বহুল প্রতিক্ষীত এই ফোনটি আসবে যুক্তরাষ্ট্র ও জাপানের বাজারে। গুগল বলছে, ২৬ অগাস্ট থেকেই বাজারে পাওয়া যাবে নতুন পিক্সেল।
ডুয়াল ক্যামেরা সিস্টেমের নতুন এই ফোনটির প্রি-অর্ডার চলছে বর্তমানে। জাপান ও যুক্তরাষ্ট্রের বাজারের আগ্রহী ক্রেতারা চারশ’ ৪৯ ডলারের বিনিময়ে প্রি-অর্ডার করতে পারবেন ফোনটি।
গত বছরের পিক্সেল ৪এ ৫জি এর তুলনায় কিছুটা আপডেট ধরা পড়বে পিক্সেল ৫এ ৫জি-তে। আরও বড় মাপের ব্যাটারি, তুলনামূলক বড় পর্দা এবং পানি নিরোধক সুবিধা থাকছে ফোনটিতে।