শাওমি তাদের সিভি লাইনআপে নতুন স্মার্টফোন উন্মোচন করেছে। শাওমি সিভি মিডরেঞ্জার নামের এই ফোনে থাকছে ৬.৫৫ ইঞ্চির ১২০ হার্টজের ওএলইডি ডিসপ্লে, অটোফোকাস লেন্সসহ ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭৭৮জি চিপসেট।
তবে চীনের বাইরে থেকে যারা এই ফোনটি কিনতে আগ্রহী তাদের জন্য হতাশাজনক খবর শোনা গেছে। অ্যান্ড্রয়েড অথরিটিকে শাওমি নিশ্চিত করেছে যে, এই ডিভাইস শুধুমাত্র চীনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।
ফোনটিকে আন্তর্জাতিক বাজারে ছাড়ার কোনো পরিকল্পনা নেই শাওমির। যদি কেউ চীন থেকে আমদানি করতে চান তাদেরও হতাশ হওয়া ছাড়া উপায় নেই। কারণ চীনের বাইরে এই ফোনটিতে গুগল সার্ভিসেসসহ বিভিন্ন সেবা পাওয়া যাবে না। এছাড়া শিপিং ফি এবং আমদানি শুল্ক মিলে যে দাম পড়বে সেটি মধ্যম-মানের ফোনের জন্য খুবই বেমানান হবে।
তবে, আশার বিষয় হলো, এর আগেও চীনের জন্য এক্সক্লুসিভ ডিভাইস বিশ্বের অন্যান্য দেশে ভিন্ন নামে বাজারে ছাড়া হয়েছে। তাই শাওমি সিভির বদলে অন্য নামে ফোনটি বিশ্বের অন্যান্য বাজারে এলেও অবাক হওয়ার কিছু নেই।