বৈশ্বিক বাজারে এক কোটি ইউনিটের বেশি ‘মেট ২০’ সিরিজের স্মার্টফোন বিক্রি করেছে হুয়াওয়ে।
সিরিজটির এ অভূতপূর্ব সাফল্যের বিষয়ে হুয়াওয়ে কনজিউমার বিজনেস গ্রুপের হ্যান্ডসেট বিভাগের প্রেসিডেন্ট কেভিন হো বলেন, আমাদের মূল লক্ষ্য হলো বৈশ্বিক স্মার্ট ডিভাইস খাতের রূপান্তরে নেতৃত্ব দেয়া। ডিভাইসের মাধ্যমে সব ধরনের গ্রাহককে অনুপ্রেরণা ও স্মার্ট অভিজ্ঞতা দিতে কাজ করছি।
মেট ২০ সিরিজের ডিভাইসে ৭ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি বিশ্বের প্রথম ফাইভজি সমর্থিত হুয়াওয়ের নিজস্ব কিরিন ৯৮০ চিপসেট ব্যবহার করা হয়েছে, যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি সমর্থন করতে সক্ষম।