প্রযুক্তি পণ্যের বাজারে চলছে নতুন গুঞ্জন; বলা হচ্ছে, ফাঁস হয়েছে গুগলের পিক্সেল ৬এ স্মার্টফোনের ছবি। আর ওই ছবিগুলো সত্যি হলে, কোনো হেডফোন জ্যাক থাকবে না স্মার্টফোনটিতে।
প্রযুক্তি শিল্পে নির্ভরযোগ্য হিসেবে বিবেচিত তথ্য ফাঁসকারী সূত্রের বরাত দিয়ে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ জানিয়েছে, ‘প্রিমিয়াম’ দামের পিক্সেল ৬-এর মতোই দেখতে ৬এ। স্মার্টফোনটি পেছনে ফ্ল্যাশসহ মোট দুটি ক্যামেরা থাকতে পারে– ছবি বিশ্লেষণ করে মন্তব্য করেছে সাইটটি। ছবিতে স্মার্টফোনটির নিচের অংশে অন্যান্য যে ফিচার নজরে পড়ে, তার মধ্যে ইউএসবি-সি পোর্ট, স্পিকার আর মাইক্রোফোন আছে।
কথিত পিক্সেল ৬এ’র ফাঁস হওয়া ছবি বিশ্লেষণ করে ৯টু৫গুগল বলছে, ডিভাইসের বাইরের অংশে কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নজরে পড়ে না। অর্থাৎ, পিক্সেল ৬ এবং ৬ প্রো’র মতো ৬এ-তেও সেন্সরটি হয়তো স্ক্রিনের নিচেই লুকানো থাকবে। সম্প্রতি স্ক্যানার সেন্সরটির পারফর্মেন্স জটিলতার সমাধানে আপডেট ছেড়েছে গুগল।
ভার্জ বলছে, মাঝারি দামের স্মার্টফোনগুলোর মধ্যে পিক্সেল ৬এ হতে পারে প্রথম স্মার্টফোন যাতে কোনো হেডফোন জ্যাক থাকবে না। পিক্সেল ৩, ৪ এবং ৫-এ হেডফোন জ্যাক না থাকলেও, পিক্সেল ৩এ, ৪এ এবং ৫এ-তে হেডফোন জ্যাক রেখেছিল গুগল। পিক্সেল সিরিজ বাজারের প্রিমিয়াম পণ্য হিসেবে বিবেচিত হলেও, এ-সিরিজের স্মার্টফোনগুলো মাঝারি দামের স্মার্টফোন ক্রেতাদের কথা মাথায় রেখেই নকশা করে গুগল।
পিক্সেল ৬এ, পিক্সেল ৬ এবং ৬ প্রো’র চেয়ে আরও ‘কম্প্যাক্ট’ হবে, শোনা যাচ্ছে এমনটাও। বলা হচ্ছে স্মার্টফোনটির আকার হবে ১৫২.২ বাই ৭১.৮ বাই ৮.৭ মিলিমিটার এবং ৬.২ ইঞ্চির ডিসপ্লে থাকবে এতে।
তবে পিক্সেল ৬এ কবে নাগাদ বাজারে আসবে সে প্রসঙ্গে কোনো তথ্য দিতে পারেননি তথ্য ফাঁসকারীরা। বাজারে পিক্সেল ৬ এবং ৬ প্রো’র অভিষেক হয়েছে অক্টোবর মাসে। তাই ৬এ’র জন্য আগ্রহী ক্রেতাদের আরও কিছু সময় অপেক্ষা করতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।