বিশ্বের শীর্ষ চার্জিং ব্র্যান্ড হিসেবে দাঁড়িয়েছে অ্যাংকার। বাজার গবেষণা প্রতিষ্ঠান ইউরোমনিটর ইন্টারন্যাশনালের খুচরা বিক্রির উপাত্তের ভিত্তিতে এ তথ্য নিশ্চিত হয়েছে। খবর গিজমোচায়না।
১০ বছর আগে যাত্রা শুরু করা অ্যাংকার ব্র্যান্ডটি চার্জিংয়ে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে। ২০১৩ সালে তারা পাওয়ারআইকিউ প্রযুক্তি নিয়ে আসে, যা সঙ্গে সঙ্গে ডিভাইস চিহ্নিত করে চার্জিং শুরু করে দেয়। কাজ চালানোর জন্য তাতে অতিরিক্ত সফটওয়্যার ইনস্টলের প্রয়োজন পড়ে না। অ্যাংকারের ইউএসবি ওয়াল চার্জার, গাড়ির চার্জার ও পাওয়ার ব্যাংকে এ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
২০১৫ সালে উন্নত মানের কেবল নিয়ে আসে, যা ৫ হাজার বেন্ড সহ্য করতে পারে। তার পরই ২০১৮ সালে গ্যালিয়াম নাইট্রাইড বা গ্যান চার্জার নিয়ে আসে অ্যাংকার।
কোম্পানির বরাতে জানা গেছে, ২০১২ সাল থেকেই অ্যামাজনভিত্তিক প্লাটফর্মে নাম্বার ওয়ান বেস্ট সেলার টাইটেল উপভোগ করছে তারা। শুধু যুক্তরাষ্ট্রে অ্যাপলের কাছে শীর্ষস্থানচ্যুত হয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। জাপানেও দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাংকার।