জনপ্রিয় মোবাইল কোম্পানি ভিভো বাজারে আনতে চলেছে সবথেকে স্লিম ৫জি স্মার্টফোন। ভিভো টি১ ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১১ ভার্সন এবং অরিজিন ওএস ১.০।
ভিভো টি১ ফোনে রয়েছে ৬.৫৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে যা ১০৮০×২৪০০ পিক্সেল যুক্ত। ভিভো টি১ফোনে রয়েছে ১২০ এইচজেড রিফ্রেশ রেট এবং ২৪০ এইচজেড টাচ স্যাম্পেলিং রেট।
ভিভো টি১ ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮ জি এসওসি , ১২ জিবি এলপিডিডিআর৫ র্যাম , ২৫৬ জিবির ইউএফএস ৩.১ স্টোরেজ।
ভিভো টি১ ফোনে রয়েছে ৫জি, ৪জি এলটিই কানেক্টিভিটি অপশন, ওয়াই-ফাই ৬ , ব্লুটুথ ভি৫.২, জিপিএস/ এ-জিপিএস , ইউএসবি টাইপ-সি এবং ৩.৫ এমএম হেডফোন জ্যাক।
এছাড়াও ভিভো টি১ ফোনে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যাক্সেলেরোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, জাইরোস্কপ, ম্যাগ্নেটোমিটার এবং প্রক্সিমিটি সেন্সর। ভিভো টি১ ফোনে রয়েছে ৫০০০এমএএইচ ব্যাটারি, ৪৪ ডাবলু ফাস্ট চার্জ। ভিভো টি১ ফোন ১৬৪.৭০×৭৬.৬৮×৮.৪৯ এমএম এবং ১৯২ গ্রাম ওজনের।
ভিভো টি১ ফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা যা ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি শ্যুটার, ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি শ্যুটার এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স যুক্ত। এছাড়াও ভিভো টি১ ফোনের সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি স্ন্যাপার।