ল্যাপটপের তুলনায় ট্যাবলেট ডিভাইসের জনপ্রিয়তা আরো বাড়বে। সম্প্রতি গুগলের প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) ও অ্যান্ড্রয়েডের কো-ফাউন্ডার রিচ মাইনার এ দাবি জানিয়েছেন। খবর আইএএনএস।
কভিড-১৯ সংক্রমণের পর থেকে অ্যান্ড্রয়েড ট্যাবলেটের বাজার বাড়তে শুরু করেছে বলেও জানিয়েছিলেন তিনি। তার বিশ্বাস অদূরভবিষ্যতে কোনো এক সময় অ্যান্ড্রয়েড ট্যাবলেটের বিক্রি ল্যাপটপ বিক্রিকে ছাড়িয়ে যাবে। চলতি সপ্তাহের শুরুতে দি অ্যান্ড্রয়েড শোতে তিনি একথা জানান।
রিচ মাইনার বলেন, আমি মনে করি, খুব নিকট ভবিষ্যতে কোনো একসময় ক্রসওভার হবে। অর্থাৎ সে সময় ট্যাবলেট কম্পিউটারের বার্ষিক বিক্রি ল্যাপটপের বিক্রিকে ছাড়িয়ে যাবে। আমি মনে করি, একবার এ পরিবর্তন হয়ে গেলে দ্বিতীয়বার আর পেছনে যাওয়ার সুযোগ নেই। পাশাপাশি ট্যাবলেটকে কেন্দ্র করে নতুন নতুন অ্যাপ তৈরির আরো একটি পর্যায় অতিবাহিত হবে।
অধিক কার্যক্ষমতা ও কম দামি হওয়ায় ট্যাবলেট ডিভাইসের বাজার বেড়েছে বলেও জানান তিনি। সম্প্রতি প্রযুক্তি জায়ান্টটি অ্যান্ড্রয়েড ১২এল ভার্সন উন্মোচনের ঘোষণা দিয়েছে। এটি মূলত অ্যান্ড্রয়েড ১২-এর অপটিমাইজড ভার্সন। ট্যাবলেট, ফোল্ডেবল ও ক্রোম অপারেটিং সিস্টেমের জন্য এটি উন্মুক্ত করা হয়েছে। অ্যান্ড্রয়েড ১২এল ভার্সনের পাশাপাশি অপারেটিং সিস্টেমের জন্য নতুন ফিচার ও ডেভেলপারদের জন্য সাপোর্ট ফিচার নিয়ে এসেছে গুগল।