গেমারদের চাহিদা বিবেচনায় আরটিএক্স ৪০ সিরিজের গ্রাফিকস প্রসেসিং ইউনিটের (জিপিইউ) পরীক্ষা চালাচ্ছে যুক্তরাষ্ট্রের চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান এনভিডিয়া।
বিশ্বজুড়ে চলমান চিপ সংকটের কারণে কম্পিউটার যন্ত্রাংশের উৎপাদন ও বাজারজাতে বিরূপ প্রভাব পড়েছে। এসব যন্ত্রাংশের মধ্যে গ্রাফিকস প্রসেসিং ইউনিটের (জিপিইউ) মূল্যও বর্তমানে নাগালের বাইরে। এর মধ্যেই পরীক্ষা চালাচ্ছে প্রতিষ্ঠানটি।
উইন্ডোজ সেন্ট্রালের তথ্যানুযায়ী, সম্প্রতি পরিচিত তথ্য ফাঁসকারীর এক টুইট সূত্রে এ তথ্য জানা গেছে। তবে টুইটে নির্দিষ্ট কোনো গ্রাফিকস প্রসেসিং ইউনিটের (জিপিইউ) কথা উল্লেখ করা হয়নি।
প্রযুক্তিবিদ ও বাজার বিশ্লেষকদের ধারণা, এটি প্রতিষ্ঠানটির আসন্ন উচ্চক্ষমতার ৪০ সিরিজের জিপিইউ হতে পারে। বিশেষজ্ঞদের আশা চলতি বছরের কোনো এক সময়ে আরটিএক্স ৪০ সিরিজের জিপিইউ বাজারজাত করা হতে পারে।
প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন ও গুঞ্জন সত্য হলে আরটিএক্স ৪০ সিরিজের জিপিইউগুলো বর্তমানে বাজারের সবচেয়ে সেরা গ্রাফিকস কার্ড হবে।
আরটিএক্স ৪০ সিরিজের জিপিইউ তৈরিতে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির (টিএসএমসি) ৫ ন্যানোমিটারের প্রসেস নড ব্যবহার করা হবে বলে আগে প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা গেছে।
৫ ন্যানোমিটারের প্রসেস নড ব্যবহারের মাধ্যমে এনভিডিয়া আরটিএক্স৩০ সিরিজের জিপিইউ তুলনায় বাজারে আরো বেশি প্রভাব ফেলতে পারবে বলে আশা সংশ্লিষ্টদের।