চলতি বছরে যুক্তরাষ্ট্রের বাজারে ৬ শতাংশ স্মার্টফোন বিক্রি বৃদ্ধির পূর্বাভাস দেয়া হলেও মূল্যস্ফীতির কারণে কাঙ্ক্ষিত বিক্রি হচ্ছে না। ২০২২ সালে দেশটিতে স্মার্টফোন বিক্রি ২ শতাংশ বাড়তে পারে। কাউন্টারপয়েন্ট রিসার্চের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বৈশ্বিক সরবরাহ চেইন সংকট ও মূল্যস্ফীতির কারণে চলতি বছর স্মার্টফোন বিক্রি তুলনামূলক কম হবে। এছাড়া গ্রাহকরা ধীরে ধীরে ফাইভজি ও এলটিই নির্ভর হওয়ায় সাশ্রয়ী স্মার্টফোন বিক্রি কমবে।
মহামারী-পরবর্তী সময়ে মার্কিন ভোক্তারা প্রযুক্তি পণ্য ক্রয়ের চেয়ে বাইরে ঘুরে বেড়ানো ও পর্যটনে জোর দিচ্ছেন। এছাড়া মূল্যস্ফীতির কারণে জ্বালানি মূল্য বৃদ্ধিতে খুচরা ব্যয় বেড়েছে।
উল্লেখ্য, চলতি বছরের প্রথম প্রান্তিকে উত্তর আমেরিকায় স্মার্টফোন বিক্রি হয়েছে ৩ কোটি ৯০ লাখ ইউনিট। গত বছরের একই সময়ের ৩ কোটি ৭৬ লাখ ইউনিটের চেয়ে যা বেড়েছে ৩ দশমিক ৭ শতাংশ। আইফোন ১৩-এর ওপর ভর করে অ্যাপলের স্মার্টফোন বিক্রি বেড়েছে ১৯ শতাংশ। এতে কুপারটিনোভিত্তিক কোম্পানিটির বাজার হিস্যা দাঁড়িয়েছে ৫১ শতাংশ।
প্রযুক্তি বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ক্যানালিসের আরেক প্রতিবেদনে বলা হয়, জানুয়ারি-মার্চ প্রান্তিকে অ্যাপলের আইফোন বিক্রি হয়েছে ২ কোটি ইউনিট।