দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং ভারতের বাজারে একদিনে ১২ লাখ স্মার্টফোন বিক্রি করেছে। হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা উপলক্ষে সোমবার থেকে ভারতে শুরু হয়েছে দ্যা গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল। প্রতিবছরের মতো চলতি বছরেও এ উপলক্ষে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন ও ফ্লিপকার্ট তাদের সকল পণ্যে বিশেষ ছাড় ঘোষণা করেছে।
অনলাইন প্ল্যাটফর্ম দুটিতে প্রথম দিনেই অন্যান্য পণ্যর সাথে স্মার্টফোন বিক্রি হয়েছে চোখে পড়ার মতো। রিয়েলমি, শাওমিসহ অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে, স্মার্টফোন বিক্রির নতুন নজির তৈরি করেছে স্যামসাং। ১২ লক্ষ গ্যালাক্সি ডিভাইস বিক্রি হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। যার অর্থের পরিমাণ ১ হাজার কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকা।
উল্লেখ্য, পূজা উপলক্ষে স্যামসাং তাদের সদ্য বাজারে আসা গ্যালাক্সি এস২০ এফএ, গ্যালাক্সি এস২২ আল্ট্রা, গ্যালিক্স এম৫৩, এম৩৩, এম৩২ প্রাইম এডিশন এবং এম১৩ ডিভাইসের দাম অনেকটাই কমিয়েছে । এছাড়া ১৭ থেকে ৩৮ শতাংশ দাম কমিয়েছে প্রিমিয়াম রেঞ্জের এস২২ সিরিজের ফোনে।
অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে সর্বাধিক বিক্রি হয়েছে স্যামসাংয়ের গ্যালাক্সি এম১৩।