আগামী বছরের শুরুতে স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের গ্যালাক্সি এস২৩ আলট্রা মডেল বাজারে আসতে যাচ্ছে। একাধিক টিপস্টার দাবি করেন, গ্যালাক্সি এস২৩ আলট্রা ফোনে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর থাকবে। এরই মধ্যে ২০০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন বাজারে এনেছে শাওমি। বলা হচ্ছে, শাওমি থেকে স্যামসাংয়ের এই ক্যামেরা অনেকটা এগিয়ে থাকবে।
জনপ্রিয় টিপস্টার আইস ইউনিভার্স জানিয়েছেন, স্যামসাং গ্যালাক্সি এস২৩ আলট্রায় থাকবে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা। এর মাধ্যমে কম আলোতে দুর্দান্ত ছবি তোলা সম্ভব। পাশাপাশি রাতের আলোতে ভালো ভিডিও করা যাবে।
চীনের ওয়েইবোতে ক্যামেরার পাশাপাশি টিপস্টার আইস ইউনিভার্স স্যামসাংয়ের পরবর্তী ফ্ল্যাগশিপ গ্যালাক্সি এস২৩ সিরিজের কিছু তথ্য ফাঁস করেছেন।
তথ্য অনুসারে, এস২৩ আল্ট্রায় থাকবে ৬.৮ ইঞ্চি কিউএইচডি প্লাস ডিসপ্লে। ফোনটির ডিসপ্লেতে ফাস্টার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে। আরও থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন জেন ২ প্রসেসর।
গ্যালাক্সি এস২৩ সিরিজের অন্যান্য বেস মডেলের ফোনে থাকবে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশনের সাপোর্ট সুবিধাসহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। পাশাপাশি থাকবে ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর এবং একটি ১০ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর।