বাজারে নতুন ফাইভজি ফোন এনেছে ইনফিনিক্স। যার মডেল ইনফিনিক্স হট ২০। এই ফোনে গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি প্রসেসর, ডুয়েল ক্যামেরা এবং শক্তিশালী ব্যাটারি।
ইনফিনিক্সের নতুন এই ফোনে রয়েছে ডুয়েল ক্যামেরা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেেন্সর ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং একটি অক্সিলারি লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। সামনে-পেছনে উভয় ক্যামেরায় ব্যবহার করা হয়েছে এলইডি ফ্ল্যাশ।
৬.৬ ইঞ্চি ড্রপ-নচ ডিসপ্লের নতুন এই ফোন ফুল এইচডি রেজুলেশন সাপোর্টেড। যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং টাচ স্যাম্পলিং রেট ১৮০ গিগাহার্টজ। ডিসপ্লের যাতে ক্ষতি না হয় তার জন্য রয়েছে পান্ডা গ্লাস প্রোটেকশন।
৪ জিবি র্যামের এই ফোনে রয়েছে ৬৪ জিবি স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের সাহায্যে স্টোরেজ বাড়িয়ে নেওয়া সম্ভব হবে। ফোনের ডাটা সুরক্ষায় থাকছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ফেসিয়াল আনলক সাপোর্ট।
পারফরম্যান্সের জন্য এই ফোনে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ প্রসেসর। পাওয়ার ব্যাকআপের জন্য থাকছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
ফোনের বাজার মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার টাকা। ব্লাস্টার গ্রিন, রেসিং ব্ল্যাক এবং স্পেস ব্লু এই তিনটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে এই স্মার্টফোন।