চলতি মাসের শুরুতে বাজারে এসেছে রিয়েলমির নতুন ফোন। বৃহস্পতিবার থেকে ফোনটির বিক্রি শুরু হয়েছে বিশ্ব বাজারে। ডিভাইসের মডেল রিয়েলমি ১০ প্রো। ফোনের প্রধান আকর্ষণ এতে থাকা ক্যামেরা ও র্যাম।
রিয়েলমির নতুন এই ফোনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ। প্রাইমারি ক্যামেরায় থাকছে ১০৮ মেগাপিক্সেল স্যামসাং এইচএম৬ সেন্সর। সঙ্গে আছে ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।
ফোনে র্যামের দুইটি ভ্যারিয়েন্টে থাকছে ৬ ও ৮ জিবি। থাকছে ১২৮ জিবি স্টোরেজ। তবে চাইলে স্টোরেজ বাড়িয়ে নেওয়া যাবে।
অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চালিত এই ফোনে রয়েছে ৬.৭২ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে। যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। সঙ্গে রয়েছে ৬৮০ নিটস সর্বোচ্চ ব্রাইটনেস। পারফরমেন্সের জন্য থাকছে কোয়ালকমের শক্তিশালী স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর।
পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে ৫ হাজার এমএইচ ব্যাটারি, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেট। আরও থাকছে জিওম্যাগনেটিক সেন্সর, লাইট সেন্সর, ডিসট্যান্স সেন্সর, জাইরোস্কোপ এবং অ্যাকসিলারেশন সেন্সর।
হাইপারস্পেস গোল্ড, ডার্ক ম্যাটার, নেবুলা ব্লু কালারে পাওয়া যাচ্ছে এই ফোন। ডিভাইসের বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৮ হাজার ৯৯৯ রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ হাজার টাকা।