চীনের প্রযুক্তির পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ইনফিনিক্স স্মার্টফোনের মতো ল্যাপটপের বাজারেও শক্ত অবস্থান তৈরি করতে চাচ্ছে। এ লক্ষ্যে নতুন নতুন ল্যাপটপ বজারে আনছে কোম্পানিটি। এরই ধারাবাহিকতায় এবার জিরো বুক আল্ট্রা নামে নতুন ল্যাপটপ বাজারে আনতে যাচ্ছে ইনফিনিক্স। চলতি মাসেই বিশ্ব বাজারে উন্মোচিত হবে নতুন এই ল্যাপটপ।
ইনফিনিক্সের নতুন এই ল্যাপটপে রয়েছে দ্বাদশ প্রজন্মের ইন্টেল কোর আই৯ প্রসেসর। এতে থাকবে ১৫.৬ ইঞ্চি ডিসপ্লে। ফুলএইচডি রেজুলেশনের পাশাপাশি থাকবে ৪০০ নিট স্ক্রিন ব্রাইটনেস। ব্যাকলিট কীবোর্ড এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও থাকবে।
৩২ জিবি এলপিডিডিআর৫ র্যাম এবং ১ টেরাবাইট এসএসডি স্টোরেজ থাকবে এই ল্যাপটপে। গ্রাফিক্সের জন্য থাকছে ইন্টেল আইরিশ এক্সই জিপিইউ। ল্যাপটপটি যাতে গরম না হয় তার জন্য রয়েছে ডুয়েল ফ্যান।
ব্যাটারি ব্যাকআপের জন্য এই ল্যাপটপে রয়েছে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ৭০ ওয়াট আওয়ার ব্যাটারি। আরও থাকছে কোয়াড-অ্যারে স্পিকার।
ল্যাপটপের বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৯৯ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৫ হাজার টাকা।