অ্যাকশন ক্যামেরা জগতে বেশ জনপ্রিয় যুক্তরাষ্ট্রের গো প্রো ব্র্যান্ড। সম্প্রতি বাজারে এসেছে গো প্রো হিরো ১১ ব্ল্যাক। ছোট জায়গায় বেশ কয়েকটি আকর্ষণীয় ফিচার রয়েছে গো প্রো হিরো ১১ ব্ল্যাকের। আসুন, সেগুলো জেনে নিই।
ডিজাইন
প্রাথমিকভাবে দেখলে গো প্রো হিরো ১০ ব্ল্যাক এবং গো প্রো হিরো ১১ ব্ল্যাকের ডিজাইনের মধ্যে খুব একটা পার্থক্য নেই। তবে ১১-তে গো প্রোর ব্র্যান্ডিং করা হয়েছে ক্যামেরার বাঁ পাশে। ক্যামেরার বাঁ দিকেই রাখা হয়েছে মুড বাটন। এই মুড বাটন দিয়ে ফটো, ভিডিও এবং টাইম ল্যাপস থেকে পছন্দনীয় মুড নির্বাচন করা যাবে। একই বাটন দিয়ে গো প্রো চালুও করা যাবে।
ক্যামেরার ডান দিকে রয়েছে ব্যাটারি, মাইক্রো এসডি কার্ড এবং চার্জিং পোর্ট। পুরো স্লট রয়েছে একটি নিরাপত্তায়। আগের যে কোনো মডেলের তুলনায় এই লিড অধিক পানিরোধী করে ডিজাইন করা হয়েছে। চার্জ দেওয়ার জন্য এতে দেওয়া হয়েছে টাইপ-সি চার্জিং পোর্ট।
গো প্রো হিরো ১১ ব্ল্যাকের উপরিভাগে রয়েছে শাটার বাটন। এই বাটনে একটি ক্লিক করেই গো প্রোর রেকর্ডিং চালু বা বন্ধ করা যায়। চাপ দিয়ে কিছুক্ষণ ধরে রাখলে ক্যামেরা বন্ধও করবে এই বাটনটি। এর পেছনে রয়েছে ২.২৭ ইঞ্চির টাচ স্ক্রিন ডিসপ্লে। আর সামনে রয়েছে ১.৪ ইঞ্চির সেকেন্ডারি ডিসপ্লে।
গো প্রো হিরো ১১ ব্ল্যাকে গো প্রো গাম্পি নামে নতুন একটি মাউন্ট দেওয়া হয়েছে। রাবার দিয়ে তৈরি এই মাউন্ট সমান বা অসমান যে কোনো তলে ক্যামেরাকে দৃঢ় অবস্থান দিতে সক্ষম।
ছোট জায়গায় অনেক কিছু নিয়ে গো প্রো হিরো ১১ ব্ল্যাক
টেক ফিচারস
১০-এর তুলনায় গো প্রো হিরো ১১ ব্ল্যাকে বেশকিছু উল্লেখযোগ্য কারিগরি উন্নয়ন করা হয়েছে। গো প্রো হিরো ১০ ব্ল্যাকে ছিল ২৩ মেগাপিক্সেল ১/২.৩ ইঞ্চি সেন্সর। আর নতুন মডেলটিতে দেওয়া হয়েছে ২৭ মেগাপিক্সেল ১/১.৯ ইঞ্চি সেন্সর। আকারে বড় সেন্সর অধিক ডিটেইলস এবং আলো গ্রহণ করতে সক্ষম; বিশেষ করে স্বল্প আলোর পরিস্থিতিতে। এ ছাড়া ১০ ও ১১-এর আকার সমান হলেও ১১-তে ব্যবহার করা হয়েছে ১৭২০ মিলিঅ্যাম্পিয়ারের অধিক শক্তিশালী ব্যাটারি।
৩৬০ ডিগ্রি লকিং ফিচারের সাহায্যে এতে হরাইজন লক ফিচার যুক্ত করা হয়েছে। এর অর্থ হচ্ছে, ক্যামেরাকে বৃত্তাকার পথে বাঁকানো বা ঘোরানো যাবে; কিন্তু ক্যামেরার রেকর্ডিং আনুভূমিক থাকবে। অটোবুস্টের সঙ্গে হাইপারস্মুক ৫.০ রয়েছে ডিভাইসটিতে। ফলে হরাইজন লক ফিচার আরও ভালোভাবে কাজ করবে।
ছোট জায়গায় অনেক কিছু নিয়ে গো প্রো হিরো ১১ ব্ল্যাক
নতুন গোপ্রো হিরো ১১ ব্ল্যাকে রয়েছে ৮:৭ অ্যাস্পেক্ট রেশিওর ফুল ফ্রেম মুড। নতুন রেশিওর কারণে ইনস্টাগ্রাম রিলস, ইউটিউব শর্ট এবং এমন অন্য প্ল্যাটফর্মের জন্য ৪:৩ অথবা ৯:১৬ রেশিওতে ভিডিও ধারণ ও এডিট করা যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ১০-এর সুপারভিউর পর ১১-তে দেওয়া হয়েছে হাইপারভিউ। হাইপারভিউর কারণে ফিল্ড অব ভিউ ১২ মিলিমিটার হয়েছে গো প্রো হিরো ১১ ব্ল্যাকে।
তবে অন্যান্য গো প্রোর মতোই ১০ মিটার পর্যন্ত পানির গভীরে টিকে থাকবে হিরো ১১ ব্ল্যাক। স্টার টেইল, লাইট পেইন্টিং এবং ভেহিক্যাল টেইলের মতো দৃশ্য ৫.৩-কে রেজ্যুলেশনে রেকর্ড করা যাবে এই ডিভাইসে। এতে রয়েছে জিপি২ সক প্রসেসর, যা ছবি তোলা বা ভিডিও রেকর্ডের জন্য গো প্রো হিরো ১১ ব্ল্যাককে দ্রুতই প্রস্তুত করে দেয়। এতে ৫১২ জিবি পর্যন্ত মাইক্রো এসডি মেমরি কার্ড ব্যবহার করা যাবে।
ভারতের বাজারে ডিভাইসটির দাম নির্ধারণ করা হয়েছে ৫১ হাজার ৫০০ টাকা।